New to Nutbox?

বেচেঁ যাওয়া ভাত দিয়ে ঝটপট তৈরি করুন সুস্বাদু " ডিম চিংড়ির ফ্রাইড রাইস"

19 comments

tanuja
82
last yearSteemit3 min read

বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটি পোস্ট শুরু করছি।আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে খুবই সিম্পল ফ্রাইড রাইস।আমাকে প্রায়ই এই খাবারটি তৈরি করতে হয়। আমার বাবু ভাত খুব একটা পছন্দ করে। খেতেই চায় না। ও সবসময় ফ্রাইড রাইস, নুডুলস, বিরিয়ানি এই সব খাবার খেতে চায়। কিন্তু প্রতিদিন এ গুলো খাওয়া ঠিক না তাই আমি মাঝে মাঝে ওকে ডিম, চিংড়ি, ও কিছু সবজি দিয়ে ভাত ভেজে দেই।আর ও মজা করে খেয়ে নেয়। তবে এটা সবসময় করতে পারি না।মাঝে মাঝে ধরে ফেলে। তখন তার কাকা খাবার অর্ডার করে দেয়। টিনটিন বাবু ওর কাকার চোখের মণি। যা আবদার করবে সঙ্গে সঙ্গে তাই এনে দেবে। ওর কাকা ওকে কখনো বকা পর্যন্ত দেয় না। যাই হোক তবে আজ এটি একটু বেশি তৈরি করেছি সবাই খাওয়ার জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। খুব দ্রুত এটি তৈরি করা যায় এবং খেতেও অনেক মজা লাগে। মাঝে মধ্যে সখ করে ও সন্ধ্যায় আমার প্রিয় মানুষটি রান্না করতে বলে। কারণ ওর কাছে এই খাবারটি খুবই পছন্দের। চলুন মূল রেসিপিতে ফিরে যাই।

IMG_20220524_193618.jpg
উপকরণঃ
১.সাদা ভাত - পরিমান মতো
২. ডিম -২ টি
৩.চিংড়ি -১০০ গ্রাম
৪.গাজর - পরিমান মতো
৫. বরবটি - পরিমান মতো
৬. পাতাকফি - পরিমান মতো
৭. পেঁয়াজ কুচি - ১ কাপ
৮. কাচা মরিচ কুচি - স্বাদ অনুযায়ী
৯. লবণ - স্বাদ অনুযায়ী
১০. হলুদ - হাপ্ চামচ
১১. সাদা তেল - ১ কাপ

IMG_20220524_191227.jpg
সাদা ভাত

IMG_20220524_190744.jpg
পেঁয়াজ কুচি, কাচা মরিচ কুচি, লবণ ও হলুদ

IMG_20220524_183916.jpg
গাজর, বরবটি পাতা কফি

IMG_20220524_190733.jpg
চিংড়ি মাছ

IMG_20221130_191250.jpg
তেল

IMG_20221201_104731.jpg
ডিম
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সবজি গুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর পরিস্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।চিংড়ি মাছ গুলো কেটে ধুয়ে নিতে হবে।

IMG_20220524_185915.jpg

২. এবার ডিম দুটি ভেঙ্গে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে। ডিম ভাজা নামিয়ে নিয়ে একই সাথে চিংড়ি মাছ গুলো ভেজে নিতে হবে।

IMG_20220524_191332.jpg

IMG_20220524_192031.jpg

৩. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিতে হবে।সবজির ভিতর একে একে পরিমান মতো লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20220524_190031.jpg

IMG_20220524_190148.jpg

IMG_20220524_190221.jpg

৪. এরপর চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি ও কাচা মরিচ
কুচি গুলো দিয়ে একটু ভেজে নিয়ে সেদ্ধ করা সবজি গুলো দিয়ে প্রায় ৫ মিনিটের মতো ভেজে নিতে হবে।

IMG_20220524_191256.jpg

IMG_20220524_191901.jpg

IMG_20220524_192307.jpg

৫. সবজি গুলো ভাজা হয়ে গেলে ভাত দিয়ে দিতে হবে। ভাত দিয়ে কিছুক্ষন ভেজে নিয়ে ডিমের ঝুড়ি ভাজি ও চিংড়ি মাছ ভাজি দিয়ে ৫- ৭ মিনিটের মতো ধরে ভেজে নিতে হবে। এই পর্যায়ে লবণ টেস্ট করে দেখতে হবে। লবণ কম থাকলে আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20220524_192459.jpg

IMG_20220524_192552.jpg

IMG_20220524_192734.jpg

IMG_20220524_192737.jpg

IMG_20220524_193622.jpg

তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম চিংড়ির ফ্রাইড রাইস। এই খাবারটি আপনারা সকালের ব্রেকফাস্টের সময় ও খেতে পারেন। এমনকি বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন।

আজ এই পর্যন্তই। আগামীদিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Comments

Sort byBest