স্বরচিত নতুন একটি কবিতা " প্রেম ও চুম্বন"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ নাকি বিশ্ব চুম্বন দিবস। আসলে এই কথাটি সকালে আমার প্রিয় মানুষটির কাছে শুনেছি। কিন্তু এটা আমার বলার কিছু নেই। কারণ আমরা কম বেশি সকলেই জানি। যাইহোক আজ কবিতা লেখার কোনরকম ইচ্ছা ছিলো না। কিন্তু আমার প্রিয় মানুষটির লেখা আজকের কবিতা পড়তে পড়তে ভাবলাম আমি ও একটি কবিতা লিখি। কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। এ সময় সে বললো রেডি হও বাইরে যাবো। আর লিখা হলো না আমার । এরপর আবার গাড়িতে বসে থাকতে থাকতে আবার তার লিখা কবিতা পড়ছিলাম। আর ওর কবিতা পড়তে পড়তে আমি কবিতার লাইন গুলো ভাবি। আর আজকের দিনে আমার পক্ষ থেকে এই কবিতাটি ওকে উপহার দিবো। জানিনা ওর পড়ার সময় হবে কি না। আর ভাবলাম আপনাদের সাথে ও বিষয়টি একটু শেয়ার করি।কবিতাটি আজ আমার প্রিয় মানুষটিকে উৎস্বর্গ করলাম। আমার কবিতা লেখা হয় প্রিয় মানুষটিকে নিয়ে। যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রেম ও চুম্বন

তোমার ঠোঁটের স্নিগ্ধ চুম্বন,
উষ্ণ চায়ের একটুখানি আদর।
শেষ বিকেলের প্রেম জেগে ওঠে,
পাখিদের ঠোঁটে।

বৃষ্টিতে ভিজে গেলো তোমার ঠোঁট
আকাশের ঠিকানায় লিখলাম চিঠি,
আমি আবারো বৃষ্টি চাই।

তোমার ভেজা ঠোঁটের প্রেমে হারিয়ে গেছে মন
আবার বৃষ্টি নামুক ভিজে যাক তোমার পাঞ্জাবী,
আবার বৃষ্টি নামক ভিজে যাক মনের বাড়ি।

আমি জাগ্রত প্রেম দেখেছি তোমার আকাশে,
আর স্নিগ্ধতা পেয়েছি তোমার স্পর্শে।
যেখানে প্রেম ছিল, ছিল না কোন আবেগ?
কতটুকু জানতে চেয়েছিলে তুমি।
কতটুকু জানা আছে আমার?

আমি তোমার ঠোঁটে নোঙ্গর ফেলেছি,
প্রেমের জাহাজ আবার এসেছে তীরে।
তোমার একরাশ গভীর চুলের ভিড়ে।

তোমার চুম্বনের আবহাওয়া,
আজ উত্তাল সমুদ্রে তলে ঢেউ।
নাবিক হয় দিশেহারা,
জীবন খুঁজে পায় বাঁচার আশা।