New to Nutbox?

শুভ মহালয়া, ছোট নতুন একটি কবিতা " মায়ের আগমনী"

7 comments

tanuja
82
2 years agoSteemit2 min read

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অগ্রীম দুর্গা পূজার শুভেচ্ছা। আজ শুভ মহালয়া। মহালয়া থেকে দুর্গা পূজা শুরু হয়ে যায়। দুর্গাপূজা বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে শুরু হয়ে দশম দিন পর্যন্ত এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে দেবীপক্ষ বলা হয়। মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন।

বাঙালির দুর্গাপূজা মহালয়া থেকে শুরু। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আসে শারদ প্রান্ত শুনতে শুনতে বাংলার বুকে সূচিত হয় দেবিপক্ষ। এই দিন থেকে বাঙালির ঘরে পুজোর রব ছড়িয়ে পড়ে। মহালয়া যেন দেবী দুর্গার আবহন বার্তা বয়ে আনে প্রতিটি মানুষের হৃদয়।

"মহালয়া "শব্দটির অর্থ মহান যে আলোয়। মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয় কারণ এই দিনে পিতৃপক্ষের অবসান হয়। এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবী পক্ষের শুভরম্ভ হয়। এই দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা ঘটে।

এই মহালয়ার দিনেই দেবী দুর্গার বোধন হয়। বোধন মানে জাগরন। মনে করা হয় বাংলার শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন কালে দেবতারা নিদ্রা যান। আর উত্তরায়নের সময় দেবতারা আবার জেগে ওঠেন। পুরান মতে ব্রাহ্মণ নির্দেশ মতে পিতৃপক্ষের অবসানে টানা ১৫ দিন ধরে স্বর্গীয় পিতৃপুরুষেরা মর্ত্যের কাছাকাছি আসেন। আর তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করলে তারা তুষ্ট হয়। এই মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মার বরই মহিষাসুর মানুষও দেবতাদের কাছে অপরাজেয় হয়ে উঠেছিল । বলে তাকে পরাস্ত করার জন্য ব্রহ্মা-বিষ্ণু আর মহেশ্বর একত্রিত হয়ে মহামায়া রূপী যে নারীশক্তি তৈরি করেন, তিনি হলেন দেবী দুর্গা। দশ অস্ত্রে বলিয়ান হয়ে দশভূজা দেবী দুর্গা টানা নয় দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই দিনের পরেই অশুভ শক্তির বিনাস ঘটেছিল। বাঙালি জীবনে দুর্গাপূজার সুর লহর ী বেধে দেয় এই মহালয়া। আর এই মহালয়ার সুরটি বেঁধে দেন নিয়ম করে অর্ধশতাব্দী ধরে যিনি তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।তার অনুকরনীয় ভঙ্গিমায় আকাশবাণী প্রচারিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি বাঙ্গালীদের জীবনে পরস্পার বাহিত ঐতিহ্যের মতো।

IMG_20220925_192411.jpg

"মায়ের আগমনী"

মাগো তুমি আসবে বলে ...হৃদয় জুড়ে খুশির লহর!
ওমা তোমার পথ চেয়ে আমি শুধুই গুনি প্রহর,
জানি মা তুমি আসছো তাইতো মেয়েদের আনাগোনা...
মাঠে মাঠে তাই কাশফুল ফোটে ভোরের ঘাসে শিশির কণা..
তোমার আসার আগমনী সুর তোলে প্রাণে এক হিল্লোল-
খুশিতে বিভোর বসুন্ধরা আবেগে বিহবল!
মাগো তোমার মধুর রূপে মজে যায় ত্রিভুবন!
মৃন্ময়ী তুমি কৃপা কর সবে এই বলি সারাক্ষণ।
অশুভ থেকে শুভর দিকে আঁধার থেকে আলোতে...
মৃত্যুর থেকে অমৃতের পথে নিয়ে চলো মাগো তব জয় রথে-

Comments

Sort byBest