DIY (এসো নিজে তৈরি করি ) " রঙিন কাগজ দিয়ে লাখি বাম্বু গাছ তৈরি"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। গতকাল বিকেলে আমি বেলকোনিতে দাঁড়িয়ে আমার ফুল গাছ গুলো দেখছিলাম। হটাৎ চোক গেলো আমার লাখি বাম্বু গাছের উপর। দেখি আমার গাছটি একটু শুখায় আসছিল। কয়েক দিন গাছের কোনো যত্ন নিতে পারিনি। এরপর গাছে একটু জল দিলাম। আসলে কয়েক দিন মন ও শরীর কোনোটাই ভালো না। আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সব কিছু এলো মেলো হয়ে যায়। অনেক দিন ধরে কিছু তৈরি করবো কিন্তু হচ্ছে না মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। লাখি বাম্বু গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবলাম আজ কাগজ দিয়ে একটা কিছু তৈরি করি। কিন্তু কি তৈরি করবো কিছুই মনে আসছিল না। হটাৎ ভাবলাম লাখি বাম্বু গাছ বানাই। যেই ভাবা সেই কাজ। জানি না আপনাদের ভালো লাগবে কি না আমার তৈরি লাখি বাম্বু গাছ। আপনাদের ভালো লাগলে আমার বানানো সার্থক হবে।


উপকরণ:
১.রঙিন কাগজ
২. কেচি
৩. গাম
৪.পেনসিল
৫. রবার


প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সবুজ রঙের কাগজ নিয়ে লম্বা করে কেটে পাইপের মতো বানিয়ে নিতে হবে। ঠিক একই ভাবে ৭ - ৮ টি কাগজ দিয়ে ছোটো ছোটো পাইপ তৈরি করে নিতে হবে।

২. পাইপ বানানো হয়ে গেলে বাঁশের মতো পেনসিল দিয়ে গাঢ় করে দাগ দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন একদম বাঁশের মতো দেখাবে। এবার সেগুলোকে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে।

৩. এবার রঙিন কাগজ দিয়ে বাঁশের পাতার মতো কেচি দিয়ে কেটে নিতে হবে। ঠিক একই ভাবে কয়েকটি পাতা কেটে নিতে হবে।

৪.এরপর সবুজ রঙের কাগজ চিকন করে কেটে নিয়ে লম্বা গাছের মতো বানিয়ে নিতে হবে। একই ভাবে ৫ - ৬ টি গাছ বানিয়ে নিতে হবে।

৫. এবার কেটে রাখা পাতা গুলো ওই লম্বা ডালে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। একই ভাবে বাকি গুলো লাগিয়ে নিতে হবে।

৬. এবার বাঁশের লাঠির সাথে ডাল গুলো এটা দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর পাতা গুলো নিচের দিকে পাকিয়ে ঝুলিয়ে দিতে হবে। এবং গোলাপি রঙের কাগজ দিয়ে ফিতে বানিয়ে বেধে দিতে হবে। নিজেদের পছন্দ মতো ফিতে দিয়ে ফুল বানিয়ে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে। লাখি বাম্বু গাছ বানানোর পর আমি একটা ছোটো পাত্রে রেখে দিতে বসিয়ে দিতে হবে।


তৈরি হয়ে গেল আমার "লাখি বাম্বু গাছ"। এটি আপনারা শো পিস করে ঘরে সাজিয়ে রাখতে পারেন। সহজে কেউ বুঝতে পারবে না যে এটি কাগজের তৈরি। আশা করি, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর ভালো না হলে ও জানাবেন।