"পেন্সিল স্কেচ দিয়ে ফুলের ঝার আঁকা"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আবার অনেক দিন পর অঙ্কন নিয়ে হাজির হয়েছি। হটাৎ করেই আঁকা। সন্ধ্যায় বাবু বায়না করছিলো যে তাকে আইসক্রিম ও একটি ফুল এঁকে দিতে হবে। ওর বায়না মিটাতে এঁকে দিলাম। তখন ভাবলাম সিম্পল একটি ফুলের ঝাড় আঁকি। বিয়ের আগে আমি শাড়ি ও জামায় ফুলের নকশা করতাম।তারপর সেই ফুল গুলো রঙিন শুতো দিয়ে ডিজাইন করতাম। তবে এখন সময়ের অভাবে আর হয়ে ওঠে না।তবে মাঝে মধ্যে ইচ্ছা হয়। এটা ভেবেই নিজের মতো করে পেন্সিল স্কেচ দিয়ে ফুলের ঝাড় আঁকলাম। তবে বহু দিন না আঁকতে আঁকতে এখন খুব একটা সুন্দর হয় না। এটাই তার বহিঃপ্রকাশ। জানিনা আপনাদের কেমন লাগবে। জানি খুব একটা সুন্দর হয়নি। তারপর ও আপনাদের মতামত না জানতে পারলে ভালো লাগে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক।


উপকরণ:
১. সাদা কাগজ
২. পেন্সিল
৩. রবার


প্রস্তুত কারক:
১. প্রথমে খাতায় পেন্সিল দিয়ে তিনটি ফুল এঁকে দিলাম। এবার ফুলের উপর দিয়ে কিছু। লতা পাতা ও ফুল এঁকে দিলাম। ফুলের পাশে কিছু পাতা এঁকে দিলাম।


২.এরপর পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে দিলাম।

৩. এবার নিজের পছন্দ অনুযায়ী পেন্সিল স্কেচ করে দিতে হবে।


তৈরি হয়ে গেল খুবই সিম্পল ফুলের ঝাড়। এটি জামায় ডিজাইন করলে খুবই সুন্দর লাগবে।