নিজের স্বরচিত কবিতা " আমার ভালোবাসা"

tanuja -


image source: copyright freepixabay || image credit: Bingodesigns

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ সকালে ঘুম থেকে উঠেই হটাৎ করে এই কবিতা টি লিখেছি। আজকে কবিতা লিখার একটা উদ্দেশ্য ছিল। কয়েকদিন যাবৎ ভাবছি একটি কবিতা লিখবো কিন্তু সময়ের অভাবে হয়ে উঠিনি। এই কবিতাটি শুধু মাত্র একজন মানুষের জন্য। যে আমার সুখে - দুঃখে আমার পাশে থেকেছে। তাহলে চলুন শুরু করা যাক।

আমার ভালোবাসা

এ হৃদয় মাঝে
তুমি ভালোবাসা
মনের আকাঙ্ক্ষা,
গোপন আশা।

চোখের স্বপন
না বলা কথা
সবই তুমি
করেছো পূরণ।
পলকে পলকে
শুধু তুমি আর তুমি,
আলগোছে অধরে
দিয়ে যাও চুমি
তোমার স্পর্শে
মনমেঘে বরিষণ বর্ষে
দিয়ে যাও মনে দোলা,
প্রেম সাগরে
মন মাঝারে
ভাষাই প্রেমের ভেলা।

মুরুভূমির মাঝে
আমি যে তৃষ্ণা,
তুমি যে মরীচিকা।
সমুদ্র তটে
প্রেম সাগর তুমি,
আমি যে বালুকা।
শরতের শিউলীর গন্ধ হয়ে
তুমি দিয়ে যাও
এমন প্রেমের আশ্বাস।

এ প্রাণের স্পন্দন তুমি
এ দেহের তুমি নিঃশ্বাস।
নিরবে যখন একলা থাকি
বুজে রাখি আমি এ দুই আখি,
প্রেমের ছোঁয়া দিতে আসো তুমি
খুলে দেখি আখি, আমি একাকী।
তোমায় কত ভালবাসি তা আকাশ পানে চেয়ে
আমি চিৎকার করে বলবো তোমাকে।
তুমি শুধু পাশে থাকার প্রতিশ্রুতি দিও।
তার বদলে আমার জীবন তোমার নামে লিখে দিবো,
আমার চিন্তাভাবনা আর কল্পনাতে
প্রিয়তম শুধু তোমায় পেয়েছি।