"শীতের সকালে আমাদের ফ্ল্যাটের নিচে হাঁটতে যাওয়ার কিছু মুহূর্ত"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রতিদিন মতো আজ ও খুব সকালে ঘুম থেকে উঠেছি। আমি প্রতিদিন সকালে ৩০ মিনিট হাঁটতে যাই। তারপর আমি ঘরের অন্যান্য কাজ শুরু করি। আমি ঘরে হাঁটার মেশিনে হাঁটি। আজ সকালে উঠে ভাবলাম আজ একটু ফ্ল্যাটের নিচ থেকে হেঁটে আসি। সকালে মিষ্টি রৌদ্রের ভিতর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। আমি রেডি হয়ে বের হটাৎ টিনটিন বাবু পিছু নিল। বাবু কখনও ভোরে ঘুম থেকে উঠে না। ওর ঘুম ভাঙ্গার সময় হলো সকাল ১২ টা। রাতে টিনটিন ঘুমাতে যায় ৩.৩০ টা বা তার ও পড়ে। বাবু ২ মাস বয়স থেকে ই ওই সময় ঘুমায়। সারারাত প্রায় ফোন ও ল্যাপটপ নিয়ে থাকে। আপনাদের আগেই বলেছি টিনটিন ল্যাপটপে ছবি আঁকতে ও মোবাইলে গেম খেলতে খুব পছন্দ করে। এর জন্য ওর মোবাইল ও ল্যাপটপ আছে। কিন্তু আজ অনেক সকালে উঠে গেলো। তারপর ওকে লুকায় ওর দীদার কাছে রেখে চলে গেলাম। আজ বাইরের পরিবেশ দেখে খুব ভালো লাগছিল। সকালে রাস্তার ওপর শিশিরের জল পড়েছে আবার সকালে সোনার রৌদ্র পড়েছে , পরিবেশটা দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। যানবাহন তেমন বেশি চলছিল না। কোথাও গাড়ির হর্ন নেই শুধু পাখির কিচির মিচির শোনা যাচ্ছিল। আর রাস্তা ও প্রায় ফাঁকা তাই ভাবলাম কয়েকটি ছবি তোলা যাক।


তারপর কয়েকটি রঙ্গন ফুলের ছবি তুলি। এরপর আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি মেইন রাস্তায় না গিয়ে ভিতরের পথ দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি দেখি দুটো ছেলে মিলে আনারস গুছিয়ে রাখছে সন্ধ্যায় তারা বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। আমি তাদের কাছে জানতে চাইলাম্ আনারস বিক্রি করবে কি না ও দাম কত। কিন্তু ছেলে বললো এগুলো আমরা এখন বিক্রি করবো না।


আমাদের ফ্ল্যাট থেকে রেল স্টেশন খুবই কাছে। তাই ভাবলাম রেল স্টেশন থেকে ঘুরে আসি। সেখানে গিয়ে একটি ট্রেন আসছে দূরে দাঁড়িয়ে আছে। আমার ট্রেনে উঠতে খুব ভালো লাগে। কিন্তু আমি ট্রেনে উঠাই হয় না বললেই চলে। কোথাও যেতে গেলে গাড়িতে যেতে হয়। তাই আমার ট্রেনের প্রতি আলাদা একটা ভালো কাজ করে। এরপর কিছুক্ষন রেল স্টেশনে দাড়িয়ে থেকে বাড়ির দিকে রওনা দিলাম।


বাড়ীতে ফিরার সময় দেখি কয়েকটি কলা গাছ এতে আবার কলা ধরেছে। এরপর কিছু ছবি নিলাম। আমার সকালে হাঁটতে বাইরে গিয়ে খুব ভালো লাগছিলো। তারপর তাড়াতাড়ি বাড়ীতে চলে এলাম। কারণ বাবুকে রেখে গেছি। এরপর আমি আমার দৈনন্দিন কাজে ফিরে গেলাম। অন্য আর একদিন আমার দৈনন্দিন কিছু শেয়ার করবো। কিভাবে আমার টিনটিন কে ব্যস্ততার মাঝে দিন কাটে। আমাদের আসে পাশে র কিছু ছবি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


আমাদের ফ্ল্যাটে যেতে ছোটো পথ। পথে কয়েকটি কুকুর ও। বিড়াল আছে। এত সকালে লোক খুব কম থাকে।


কলা গাছ ও গাছে কলা ধরেছে।


ফ্ল্যাটে যেতে কিছু ফুলের গাছ।


আমাদের ফ্ল্যাটের চারপাশের কিছু ফটোগ্রাফি।

আজ এই পর্যন্ত আগামী দিন অন্য কোনো গল্প নিয়ে আসবো।