"গাছের ডালে একটি পাখির ড্রয়িং"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অনেক দিন পর আপনাদের সাথে ড্রয়িং শেয়ার করবো। বহু দিন পর আবার ড্রয়িং করতে বসা। কি আঁকবো বুঝতে পারছিলাম না। এদিকে আবার হাতে সময় ও খুব কম ছিলো। কারণ টুনকু বাবুকে ঘুম পরিয়ে আঁকতে বসেছিলাম আবার টিনটিন বাবুর পড়া ও শেষের দিকে ছিলো। তবে কি আঁকবো বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম দ্রুত একটি পাখির ড্রয়িং এঁকে ফেলি। অনেক দিন পর আবার ড্রয়িং করছি জানিনা কেমন হবে একটু ভয় ভয় লাগছিলো। লুকিয়ে বাবুর রং পেন্সিল কালার করলাম। বাবু দেখলে আর নিতেই দিতো না।আধা ঘন্টার ভিতরে ড্রয়িং শেষ করে নিলাম। জানিনা কেমন হয়েছে পাখির ড্রয়িং। চলুন আমরা এখন মূল পর্বে ফিরে যাই।


উপকরণ:
১.সাদা কাগজ
২. পেন্সিল
৩. রবার
৪. রঙ পেন্সিল


প্রস্তুত কারক:
১.সাদা কাগজের মাঝ বরাবর ছোট বৃত্ত এঁকে নিলাম। এরপর বৃত্তের উপর থেকে দাগ টেনে নিয়ে অনেকটা ফুলের পাপড়ির মতো এঁকে দিলাম। এবার নিচের দিকে দাগ টেনে দিয়ে একটি পাখি এঁকে নিলাম।


২.এবার পাখির নিচে একটি গাছের ডাল এঁকে দিলাম। ডালের উপরে পাখির পা এঁকে দিলাম।এবং পাখির ডানা এঁকে দিলাম।


৩. এবার পাখির ঠোঁটে লাল রং করে দিলাম। পাখির মাথার থেকে সমস্ত শরীরে হালকা নীল রং করে দিলাম। পাখির ডানায় হলুদ রং ও হালকা নীল রং করা হয়েছে। লেজে কমলা হলুদ রং এঁকে দিলাম।


৪.পাখির রং করা হলে। গাছের ডালে বাদামী রং ও পাতায় সবুজ রং করা হয়েছে। এবার ড্রয়িং টি শেষ হয়েছে।


গাছের ডালে পাখির ছবি আঁকা শেষ হয়েছে। জানিনা ছবিটি কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।