Diy (এসো নিজে করি) ওয়েল পেষ্টাল রং দিয়ে " মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর দৃশ্য অংকন"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিজের আঁকা একটি ছবি শেয়ার করবো। অনেক দিন হলো আমি কোনো ড্রইং করতে পারছি না। শুধুমাত্র সময়ের অভাবে কিছু আঁকতে পারিনা। কিছুদিন ধরে আঁকার চেষ্টা করছি কিন্তু পারছি না। তাই আজ সকালে একটু তাড়াতাড়ি উঠে এই ড্রইংটি করছি।বেশ কিছুদিন ধরে আমার প্রিয় মানুষটি বারবার বলছে ড্রইং করার জন্য। তাই একটু সময় বের করে এঁকে নিলাম। আপনারা জানেন আমি খুব
একটা আঁকতে পারিনা। তবুও নিজে একটু আঁকার চেষ্টা করি। জানিনা আপনাদের কেমন লাগবে। আমার
অঙ্খন যদি আপনাদের ভালো লাগবে তাহলে আমার আঁকা সার্থক। তাহলে চলুন শুরু করা যাক।


উপকরণ:
১.সাদা কাগজ
২. পেনসিল
৩. রবার
৪. ওয়েল পেস্টাল রং


প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পেনসিল দিয়ে একটি পাখির বাসা আঁকতে হবে। এবং বাসার ভিতর কয়েকটি পাখির ছানা এঁকে দিলাম।


২. এবার একটা মা পাখি এঁকে দিলাম। এখানে এবং একটি গাছের ডাল আঁকলাম। গাছের ডালে কয়েকটি ছোট ছোট পাতা এঁকে দিলাম।

৩. এবার রং করে নিতে হবে। প্রথমে আকাশের রং করে নিলাম। পরে পাতায় সবুজ রং করে নিলাম। এরপর গাছটি রং করে নিলাম।


৪.এবার পাখিটি রং করে নিলাম


তৈরি হয়ে গেল আমার অঙ্কন। আশা করি করি আপনাদের ভালো লাগবে।