New to Nutbox?

Diy (এসো নিজে করি) ওয়েল পেষ্টাল রং দিয়ে " মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর দৃশ্য অংকন"

21 comments

tanuja
82
2 years agoSteemit2 min read

বন্ধুরা
আপনারা সবাই সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিজের আঁকা একটি ছবি শেয়ার করবো। অনেক দিন হলো আমি কোনো ড্রইং করতে পারছি না। শুধুমাত্র সময়ের অভাবে কিছু আঁকতে পারিনা। কিছুদিন ধরে আঁকার চেষ্টা করছি কিন্তু পারছি না। তাই আজ সকালে একটু তাড়াতাড়ি উঠে এই ড্রইংটি করছি।বেশ কিছুদিন ধরে আমার প্রিয় মানুষটি বারবার বলছে ড্রইং করার জন্য। তাই একটু সময় বের করে এঁকে নিলাম। আপনারা জানেন আমি খুব
একটা আঁকতে পারিনা। তবুও নিজে একটু আঁকার চেষ্টা করি। জানিনা আপনাদের কেমন লাগবে। আমার
অঙ্খন যদি আপনাদের ভালো লাগবে তাহলে আমার আঁকা সার্থক। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220512_075318.jpg
উপকরণ:
১.সাদা কাগজ
২. পেনসিল
৩. রবার
৪. ওয়েল পেস্টাল রং

IMG_20220511_155610.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পেনসিল দিয়ে একটি পাখির বাসা আঁকতে হবে। এবং বাসার ভিতর কয়েকটি পাখির ছানা এঁকে দিলাম।

IMG_20220511_161344.jpg

IMG_20220511_161504.jpg

IMG_20220511_161936.jpg
২. এবার একটা মা পাখি এঁকে দিলাম। এখানে এবং একটি গাছের ডাল আঁকলাম। গাছের ডালে কয়েকটি ছোট ছোট পাতা এঁকে দিলাম।

IMG_20220511_162028.jpg

IMG_20220511_162513.jpg

IMG_20220511_162519.jpg

IMG_20220511_163000.jpg

IMG_20220511_164752.jpg

IMG_20220511_165657.jpg

৩. এবার রং করে নিতে হবে। প্রথমে আকাশের রং করে নিলাম। পরে পাতায় সবুজ রং করে নিলাম। এরপর গাছটি রং করে নিলাম।

IMG_20220511_170454.jpg

IMG_20220511_172416.jpg

IMG_20220512_072727.jpg

IMG_20220512_073136.jpg

IMG_20220512_073300.jpg

IMG_20220512_073438.jpg

IMG_20220512_074127.jpg
৪.এবার পাখিটি রং করে নিলাম

IMG_20220512_075242.jpg

IMG_20220512_075254.jpg
তৈরি হয়ে গেল আমার অঙ্কন। আশা করি করি আপনাদের ভালো লাগবে।

Comments

Sort byBest