স্বরচিত নতুন একটি কবিতা " হে নারী"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন হলো কোনো কবিতা লিখতে পারছি না। আসলে কিছুদিন পর পর কবিতা না লিখতে পারলে ভালো লাগে না। আমার কবিতা লিখতে ও পড়তে খুব ভালো লাগে। এখন দেখছি "আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লিখছে। সত্যি বলতে আমি
অনেক মজা করে কবিতা গুলো পড়ি। বিশেষ করে আমার যখন মন খারাপ থাকে তখন এই কবিতা গুলো পড়লে আমার মন ভালো হয়ে যায়। ভাবলাম আজ নারীদের নিয়ে একটি কবিতা লিখি। বর্তমান যুগেও এখনও নারীরা অবহেলিত। এই নারী ছাড়া পুরুষরা অক্ষম। আবার এই নারীর গর্ভে পুরুষের জন্ম। তারপরও পুরুষরা নারীদের নীচ চোখে দেখে, অত্যাচার, অবজ্ঞা করে। আবার বড় বড় অক্ষরে লেখা থাকে নারী পুরুষের সমান অধিকার । কিন্তু কোথায় সেই অধিকার। এখন নারীরা কোন কাজে পিছিয়ে নেই। বরং এখন তারা পুরুষের থেকে বেশি শক্তিশালী। একটা পুরুষ যা না পারে একটা নারী তাই করতে পারে। এসব কথা না বলে চলুন কবিতাটি শুরু করা যাক। আশা করি, আমার অন্যান্য কবিতার মতো এই কবিতাটি ও ভালো লাগবে।

"হে নারী"
নারী হলো বিধাতার এমন এক সৃষ্টি,
সবাই তাকে তুচ্ছ করে পায়না সে সুদৃষ্টি।
নারী হলো এই পৃথিবীর অবহেলিত বস্তু,
সময়ে তার প্রয়োজন হলেও অসময়ে উৎবস্তু।
এই পৃথিবীর জন্মদাত্রী সবার সে মা,
যতক্ষণ সে কাজ করতে পারে সবাই দেয় তাকে বাহবা।
বয়স হলে সেই মা পড়ে থাকে ঘরের কোণে,
নিপীড়ন আর অনাদরে প্রহর কাটে তার আনমনে।
আবার এই নারীর জন্ম হয় সবার ধিক্কারের মাঝে,
জন্মের পর সবাই বলে অলক্ষ্মী এলো এই ঘরে।
যাইহোক শোনো ভাই সেই দিন আর নাই,
পুরুষের সাথে নারীরা আজ কোন অংশে পিছিয়ে নাই।
নারীরা আজ শাসন করছে বিভিন্ন দেশ-বিদেশ,
নারীরা আজ সবার শীর্ষে পুরুষ জাতির অহংকার হল শেষ।