নতুন একটি মজার কবিতা" মাসের কথা"

tanuja -


Creative common licence under fair usage policy

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ।বাংলা নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। বসন্ত বিদায়ের পর গ্রীষ্ম বরন করে নেওয়ার পালা। বৈশাখ নিয়ে বাঙ্গালীর মধ্য উৎসাহ উদ্দীপনা লেগেই থাকে। এই বাংলা নববর্ষ যেন আমাদের রক্তে মিশে আছে। এটি কেবল পালন করা নয় বরং অন্তর দিয়ে লালন করা হয়। পহেলা বৈশাখ বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষের বিশেষ উৎস হিসেবে পালন করা হয়ে থাকে। এটি বাঙালি ঐতিহ্য। বাঙালিরা বাংলা বছরের প্রথম দিন কে বরন করে নিতে আনন্দে মেতে ওঠে।
এই বর্ষবরণ উৎসব টি শোভাযাত্রা মেলা পান্তা ভাত খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা "শুভ নববর্ষ"। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

"মাসের কথা"
বৈশাখ বলল ইস, আমি ছিলাম ভাগ্যিস
তাই নতুন বছর আছে।
জ্যৈষ্ঠ বলে থাম লোকে কেমনে খেতো আম
যদি আমি না থাকতাম পাশে।
আসার বলল থাক
তোদের বর্ষপূর্তি রাখ,
আমি বাঁচাই গরমের শেষে।
শ্রাবণ বললো ইস
লোকে কোথায় পেত ইলিশ,
নদীর পাশে না দাঁড়ালে এসে।
ভদ্র বলল ইসে
আমি কম যাই বা কিসে
আমার সাথে ই শুরু শরতের যাত্রা।
আশ্বিন বলে থাম,
তোর গরমে ঝড়ে ঘাম।
আমি বয়ে নিয়ে আসি আগমনের বার্তা।।
কার্তিক বলে বেটা,
তোদের ঝগড়া এবার মেটা।
চেয়ে দেখ গাঁয়ে নবান্নের সুর।।
অগ্রহায়ণ বলে কথা বলেছিস সঠিক,
আনন্দের মাঝে ঝগড়া থাকুক দূর।
পৌষ বলল বেশ
হোক ঝগড়া ঝাঁটির শেষ,
আমি বইয়ে দিলাম শীতল হওয়ার রেশ।
মাঘ বললো ওরে
তুই টেক্কা দিবি মোরে,
আমিই না থাকলে লেপের মজা শেষ।।
ফাল্গুন বলল দেখ,
আমিই এনেছি রঙের ব্যাগ।
রঙিন ফুলে বৃক্ষ উঠবে দুলে।
চৈত্র বলল হোক বছরের অবসান,
নতুনের ভার বৈশাখের হাতে দেই তুলে।।