New to Nutbox?

স্বরচিত একটি কবিতা " প্রিয়তম"

24 comments

tanuja
82
2 years agoSteemit2 min read

image.png
Image source : pixabay.com

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আর একটি নতুন কবিতা শেয়ার করবো।এটি কবিতার কথা নয় এটা আমার মনের কথা। আমি প্রতিটি কবিতা শুধু আমার প্রিয় মানুষটিকে নিয়েই লিখা হয়। ওই মানুষটির সাথে কথা বলার পর থেকে আমার কবিতা লেখা শুরু। হয়তো এ জীবনে যদি তাকে না পেতাম তাহলে এ জীবন আমার আঁধারে ঢেকে যেতো।আমার বলতে দ্বিধা নেই ওর মতো এত বড় মনের মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার জীবন ধন্য হয়ে গেলো। তাই এই কবিতার প্রতিটি কথাই আমার প্রিয় মানুষটিকে বলা।সত্যি বলতে আমার মা বাবা আমাকে যেভাবে আগলে রাখতো। তার থেকে বেশি এই মানুষটি আমাকে আগলে রাখে।তার জীবন সঙ্গিনী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আর সেই মানুষটিকে নিয়ে কবিতা লেখা এটা আমার আমার অনেক বড় পাওয়া। তাহলে চলুন কবিতাটি চলুন শুরু করা।

" প্রিয়তম"

বুঝলে প্রিয়তম?- তুমি আমার এই নয়নের তারা,
একা একা বাঁচি কেমনে?- ওগো তোমায় ছাড়া?
তুমি কখনো যদি হারিয়ে যাও ওই মেঘেদের কাছে,
সেদিন আমি চলে যাব কোন দূর তারাদের কাছে।
খুঁজে তখন পাবে না আর কোথাও আমায় তুমি!

শূন্য হয় যাবে জীবন , শূন্য হবে ভূমি
তাইতো বলি, যেওনা কোথাও আমার কাছেই থেকো
আমার পাশে থেকে তুমি আমার ছবি এঁকো।
সে ছবি মোর আঁকবে তোমার ভালোবাসার রঙে,
আমায় এঁকো তুমি তোমার কল্পনারই ঢঙে।

হাসিমাখা মুখে তোমার সামনে বসে রবো,
তোমার ছবির মডেল কে আর? আমিতো সেই হব।
তোমায় ছাড়া চাইনা আমি কোন সুখ, শুধুই তোমাকে চাই,
তোমায় পেয়ে ধন্য আমি, মোর দুনিয়া খুঁজে পাই।
সেই দুনিয়ায় থাকবে তুমি শুধু আমার প্রান পাখি হয়ে।

তুমি এলে আমার কাছে আলোর বাতি হয়ে
মাঝে তুমি হলে ওগো আমার মনের নায়ে।
ভালোবেসে তোমায় আমি দেবো অনেক আদর
তোমার কাছে হবে বেশি আমার মনের কদর।

তুমি ভালোবাসো আমায় শুধু একটু আলতো করে,
উজার করে তোমায় দেবো সবই যতন করে
এসো দু'জন মিলে যাই এক মন হয়ে
সারা জীবন মিশে থাকবো জনম জনম ধরে।

Comments

Sort byBest