DIY ( এসো নিজে করি ) একটি পাতার ম্যান্ডেলা আর্ট

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক দিন যাবৎ দেখে আসছি সবাই কত সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে। দেখে আমার ও ইচ্ছা হয় কিন্তু সময়ের অভাবে কিছুই করা হয় না। শুধু সময়ের কথা বলবো না আসলে আমি আঁকতে পারি না তার উপর আবার আর্ট। আসলে আমি কখনও আঁকার বা আর্ট করার সুযোগ হয় নি। তবে খুব ইচ্ছা ছিল আঁকার। তাই আমার মা একটা কথা প্রায়ই বলতো আমি যখন বলতাম এটা পারি না,তখন বলতো । " মানুষ পারে না এমন কোন কাজ নেই"। " ইচ্ছা ই হলো মূল কথা"। তবে এখন সেই কথা গুলো মনে পড়ে। তবে আজ
সকালে একটু বাজারে গিয়েছিলাম।আসলে একটা ইলিশ মাছ আমার কথা ছিলো সেটি আনতে। আর ভাবলাম কিছু পূজার গুলো একটু মিষ্টি আনতে গিয়েছিলাম। আজ বৃহস্পতিবার বাড়ীতে লক্ষী পূজা করতে হবে। আমার প্রিয় মানুষটা তো সময় পায় না। তার সারাদিন রাত শুধু কাজ আর কাজ। তার খাওয়ার ঘুম কিছুই নেই। আমি যখন একটু রাগ করি সেদিন একটু সব কিছু ঠিক সময় করে। তাই বেশির ভাগ সময় আমি বাজার করি। আর আমার ভালো লাগে। বাজার থেকে আসার সময় একটি কাঁঠাল গাছ দেখলাম তার পাতা গুলো এত সুন্দর লাগছিল। আর আমার সবুজ গাছ পালা দেখতে খুব ভালো লাগে। সেই পাতা দেখে ভাবলাম একটা পাতার আর্ট করা যাক। যেই ভাবা সেই কাজ। কিন্তু জানিনা আপনাদের ভালো লাগবে কি না। আমার জীবনে প্রথম ম্যান্ডেলা আর্ট করা। হয়তো ভালো হয়নি, আপনারা সবাই হয়তো হাসবেন। তবুও সবাইকে হাসাতে তো পারবো। তাহলে চলুন শুরু করা যাক।


উপকরণ:
১. সাদা কাগজ
২.পেনসিল
৩.রবার
৪. জেল পেন


প্রস্তুত কারক:
১. প্রথমে কাগজ ও পেনসিল নিয়ে একটি পাতা আঁকতে হবে।


২. পেনসিল দিয়ে আঁকার পর তার উপর জেল পেন দিয়ে দিয়ে আবার গাঢ় করে এঁকে নিতে হবে।


৩. এবার জেল পেন দিয়ে নিজের পছন্দ মতো গাঢ় করে ডিজাইন করতে হবে। পার্ট পার্ট ডিজাইন করতে হবে।


৪. প্রতিটি পার্ট এ ডিজাইন করা হলে পাতার ম্যান্ডেলা আর্ট তৈরি।


তৈরি হয়ে গেল পাতার ম্যান্ডেলা আর্ট। জানিনা আপনাদের কেমন লাগবে আমার আর্ট। তবে অবশ্যই জানাবেন কমেন্ট করে।