New to Nutbox?

"গতকাল সন্ধ্যায় এক প্রতিবেশীর বিয়েতে যাওয়ার মুহূর্ত"

16 comments

tanuja
82
2 years agoSteemit2 min read

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। হটাৎ করেই সিদ্ধান্ত হলো বিয়েতে যাওয়ার। আসলে আমি খুব একটা কোথাও যাওয়া হয় না তেমন। কারণ টিনটিন বাবু এখনও অনেক ছোটো তাই বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে বেশি লোক জনের ভিতর যাই না। গতকাল আমাদের এক প্রতিবেশীর বৌ ভাত এর অনুষ্ঠান ছিলো। প্রায় বেশ কিছুদিন হলো আমি কোথাও যেতে পারি না। কারণ আমাকে খুব খারাপ সময়ের ভিতর
দিয়ে যেতে হচ্ছে। তারপর ও সবকিছু রক্ষা করতে হবে। আর বিয়ে বাড়ি মানে বহু লোকের সমাগম। তাই আমি বিয়ে বাড়ি কোথাও টিনটিন বাবু কে নিয়ে যাই না। তাই বেশি লোকজনের ভিতরে যেতে হলে বাবুকে রেখে যাই।বিকালের দিকে সিদ্ধান্ত হলো সন্ধ্যার দিকে যাবো। টিনটিন বাবু কে লুকায় রেখে যাওয়া বেশ কঠিন। যদি কখনও দেখে আলমারি থেকে জামা কাপড় বের করতে তাহলে সে দৌড়ে চলে যায় তার আলমারি খুলে তার জামা আনতে। বাবু ওর জিনিস ও কাউকে দেয় না। ওর সব কিছু ওর আলাদা আলমারিতে রাখতে হয়।

IMG_20220126_204641.jpg
আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। কারণ এই
সময় আমার মন মানসিকতা খুব একটা ভালো না। তবুও সব কিছু রক্ষা করতে হবে।সন্ধ্যার দিকে তাড়াতাড়ি রেডি হয়ে টিনটিন বাবুকে লুকিয়ে রেখে বেরিয়ে পড়লাম। খুব একটা দূরে না। যেতে আমার ২০ মিনিটের মতো সময় লেগেছিল। সেখানে গিয়ে একটু নতুন বউ এর সাথে কিছু ছবি করলাম। এরপর একটু হালকা কিছু খেয়ে নিলাম। তারপর সেখানে প্রায় ঘন্টা
খানেক সেখানে থাকার পর খাবারের ওখানে গেলাম।

IMG_20220126_203834.jpg

IMG_20220126_203732.jpg

IMG_20220126_205112.jpg

এরপর খাওয়া দাওয়ার পর আর ও বেশ কিছুক্ষণ বসলাম। ভাবলাম শুধু শুধু বসে থাকবো কেনো। তাই আর ও কিছু নতুন বউ এর ছবি তুললাম। আসলে ছেলে বেলা থেকে আমার একটা খারাপ অভ্যাস আছে আর তা হলো আমার নতুন বড় বউ দেখতে ও ছবি তুলতে ভালো লাগে। আর তাই করলাম। আর কিছু সময় বউ এর সাথে গল্প করে চলে বাড়ি ফিরে আসলাম। বেশি রাত করলাম না কারণ টিনটিন বাবু কে বাড়ীতে রেখে গিয়েছিলাম। বাড়ীতে এসে ফ্রেস হয়ে টিনটিন বাবুকে রাতের খাবার খাইয়ে দিলাম। তারপর আর কি নিত্য দিনের মতো সব কিছু গুছিয়ে রেখে আমার নিজের ঘরে বসে গেলাম। আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের ভালো লাগবে। কাল নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Comments

Sort byBest