স্বরচিত নতুন কবিতা " শীতের বিদায়"

tanuja -

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন আবার নতুন একটি কবিতা লিখলাম। এখন যেনো কবিতা লেখার সময় পাচ্ছি না। বা যখন লিখতে বসি তখন কোন কবিতার কথা মনে পড়ে না। কেমন যেন ঘরের কাজে বেশি ব্যাস্ত হয়ে পড়ছি। তারপরও নিজের ভালো লাগাকে তো ছেড়ে দেওয়া যায় না। নিজের ভালো লাগা থেকেই কবিতা লিখে থাকি। আমার মনে কবিতা মানুষের জীবনের কথা বলে। অনেক না বলা কথা কবিতার মাধ্যমে তুলে ধরা যায়। জানি না এটা কত টুকু সত্য। তবে আমার যা মনে হয় সেটাই বলেছি।আসলে হটাৎ করেই কবিতা লিখে ফেললাম। আমি শীত খুব একটা পছন্দ করি না। কারণ আমার একটু ঠাণ্ডা বেশি।তাই সারাক্ষণ চিন্তা হয় কবে শীত চলে যাবে। আজ সেই ভাবনা নিয়ে কবিতাটি লিখেছি।আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

"শীতের বিদায়"

শীতরে শীত অনেক হয়েছে
যাতো এবার তোর নিজের দেশে,
যেখানে সবুজ পাহাড়, নীল সাগরে
শুভ্র তুষার আছে মিশে।

অতিথি হয়ে আসিস যে তুই
পৌষ মাঘ ফাল্গুন,
তোর তীব্রতায় অতিষ্ঠ হয়ে
নিচ্ছে তাপ লোকে আগুনে।

তোর জন্যই বিরহী আজ
স্নিগ্ধ সবুজ বৃক্ষ লতা,
তোর বিদায়ে ভরবে গাছে
কচি কচি নতুন পাতা।

অতি শীতে গরীব দুঃখী ভবঘুরে
পাচ্ছে কষ্ট রাস্তায়,
হাজার চেষ্টা করেও তারা পাচ্ছে না
ক্রয় করতে গরম কাপড় সস্তায়।

এমন দিনে দয়ালু যারা
বারাও যদি তোমার হাত
দীন দুঃখীর তরে,
শত ব্যাথায় ব্যাথিত হয়ে
একটু হাসি ফুটুক না ওদের ঘরে।।