পোস্টার রং দিয়ে ফুল গাছের ওয়ালমেট

tanjima -
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি।সবসময় ভিন্ন ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো প্রতিদিন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চলে আসি। ভিন্ন পোস্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ওয়ালমেট গুলো বেশি ভালো লাগে। ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। যেকোনো ধরনের ওয়ালমেট দিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর দেখায়। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ওয়ালমেট শেয়ার করার। ওয়ালমেট বানাতেও মোটামুটি ভালোই সময় লাগে। যেকোনো কাজ যত বেশি সময় নিয়ে করা হয় সেই কাজ দেখতে তত বেশি সুন্দর লাগে।



আজকে আমি কাটুন পোস্টার রং দিয়ে ফুল গাছের ওয়ালমেট শেয়ার করবো। সবসময় রঙিন কাগজ কিংবা ক্লে দিয়ে কোনো না কোনো ওয়ালমেট শেয়ার করা হয়। কিন্তু আজ কাটুন পেপারের উপর পেইন্টিং এর মাধ্যমে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। ওয়ালমেটটিতে সুন্দর একটি ফুল গাছের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্পূর্ণ ওয়ালমেট পোস্টার রং দিয়ে করা হয়েছে। আমার কাছে সম্পূর্ণ বানানোর পর দেখতে খুব ভালো লেগেছে। রঙের ছোঁয়ায় যেন সবকিছু রঙিন হয়ে গিয়েছে। এই ধরনের ওয়ালমেট বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক।


প্রয়োজনীয় উপকরণ


১. কাটুন পেপার
২.পোস্টার রং
৩. তুলি
৫.সুতা
৬. সাদা পেপার
৭. কাঁচি
৮. গাম


ওয়ালমেট বানানোর ধাপসমূহ----


১ম ধাপ


প্রথমে কাটুন পেপার ও সাদা পেপারের উপর কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নিয়েছি।



২য় ধাপ


এবার কাটুন পেপার ও সাদা পেপার কেটে নিলাম।



৩য় ধাপ


এখন কাটুন পেপারের মধ্যে গাম দিয়ে সাদা পেপার লাগিয়ে নিয়েছি।



৪র্থ ধাপ


এরপর কালো কালার পোস্টার রং দিয়ে ডালপালা সহ গাছ এঁকে নিয়েছি।



৫ম ধাপ


এবার সবুজ কালার দিয়ে পাতা এঁকে নিলাম।



শেষ ধাপ


সবশেষে গোলাপী কালার দিয়ে গাছের মধ্যে অনেক গুলো ফুল দিয়ে দিলাম। এভাবেই শেষ হলো আমার আজকের ওয়ালমেট তৈরি।



ফাইনাল আউটপুট


ওয়ালমেটের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা ওয়ালমেট'টি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন,সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।




আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।





|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


|| Join Heroism Discord Server for more Details ||