বেশ কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি

tanjima -
হ্যালো বন্ধুরা,আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম তারজন্য পোস্ট করতে অনেক রাত হয়ে গেলো। এই মাত্র একটু ফ্রি হলাম আর সাথে সাথে পোস্ট লিখতে বসে পড়েছি। কিন্তু কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না। এরপর চিন্তা করলাম গ্যালারিতে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি রয়েছে সেগুলোই না হয় আজ শেয়ার করি। ফটোগ্ৰাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। বর্তমানে ফটোগ্রাফি যেনো শখের বিষয়ে পরিণত হয়েছে। তাইতো যেখানে যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আজকের সবগুলো ফটোগ্রাফি নার্সারি থেকে তোলা। আজকের অ্যালবাম বেশ কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে সাজানোর চেষ্টা করেছি।


ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে। গোলাপ ফুল বলেন আর যাই বলেন সব ফুলই আমরা ভালোবাসি। প্রতিটা ফুল তার নিজ নিজ সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। ফুলের বাগান দেখতে যেমন ভালো লাগে তেমনি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে বাড়ির গেটসহ বিভিন্ন জায়গা লাগালে দেখতে খুব ভালো লাগে। একসাথে অনেক গুলো বিভিন্ন ধরনের ফুল দেখতে খুব ভালো লাগে। একসাথে সবধরনের ফুল একমাত্র নার্সারিতে গেলেই দেখা যায়। যাই হোক তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।


📸 লাল ফ্রাঙ্গিপানি 📸




Location


প্রথমে আপনাদের দেখাবো লাল ফ্রাঙ্গিপানি ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে অনেকটা কাঠগোলাপের মতো লাগে। তবে কাঠগোলাপ লয়। এই ফুলের কালার খুবই সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে।


📸 কাঠগোলাপ 📸



Location


এবার দেখাবো কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। একটি গাছে বেশ কিছু ফুল ফোটে ছিল যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাঠগোলাপ আমার খুব পছন্দের একটি ফুল।


📸 বহুবর্ষজীবী 📸



Location


এবার দেখাবো বহুবর্ষজীবী ফুলের ফটোগ্রাফি। এই ফুল এর আগে দেখা হয়নি। গুগলে সার্চ করে এর নাম জানতে পারলাম। এই ফুল দেখতে অনেকটা মাইক এর মতো লাগে। তাছাড়া এর কালার ও খুব সুন্দর।


📸 কমলা রঙের কসমস 📸



Location


এবার দেখাবো কসমস ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমরা সবাই চিনি। আমার কাছে কসমস ফুল অনেক ভালো লাগে। এই কসমস ফুলের কালার কমলা হওয়াতে বেশি ভালো লেগেছে।


📸 কমলা রঙের গোলাপ 📸



Location


এবার দেখাবো সবার পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি। এটি হলো কমলা রঙের গোলাপ। আমরা সবাই গোলাপ পছন্দ করি আর যেকোনো প্রজাতির গোলাপই আমার কাছে অনেক ভালো লাগে। কমলা কালার গোলাপ দেখে একটু বেশিই ভালো লেগেছে।


📸 ভিন্ন রঙের গোলাপ 📸



Location


সবশেষে আরও একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। এবার দেখাবো গোলাপী রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই কালারের গোলাপ দেখতে খুব ভালো লাগে। আমি আবার অন্য ফুলের তোলনায় গোলাপ ফুল বেশি পছন্দ করি।


এই হলো আমার আজকের বেশ কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।



পোস্টের বিবরণ

ডিভাইসের নামvivo y16
ফটোগ্রাফার@tanjima
ক্যাটাগরিফটোগ্রাফি



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।





|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


|| Join Heroism Discord Server for more Details ||