আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি আর্ট শেয়ার করবো। সব সময় এক ধরনের আর্ট করতে ভালো লাগে না। এজন্য মাঝে মাঝে ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করি। আজকের আর্টটি ফুলের মত ডিজাইন এঁকেছি। এই ধরনের আর্টগুলোতে সাধারণত ঘরের মধ্যে রাঙ্গুলি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন শুকনো রঙ দিয়ে তৈরি করা হয় রাঙ্গুলি। দেখতে খুব সুন্দর লাগে। আবার এরকম করে হাতে মেহেদি লাগালেও ভালো লাগবে। কিন্তু মেহেদি দেওয়া বেশ কষ্টকর হবে। যাইহোক আর্টটি করার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাস
স্কেল
কলম
প্রথমে দুটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তের ভিতর ঘুরিয়ে দাগ দিয়েছি।
দাগের পাশে আরো একটি করে দাগ দিয়ে পাতার মতো এঁকেছি। তারপর বাইরের দিকে নিচের ছবির মত করে এঁকেছি।
সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর একটি ঘরে ইলিউশন আর্ট শুরু করেছি।
ভিতরে সবগুলো ঘরে একই রকম করে আর্ট করেছি। তারপর বাইরের ঘরে কোনাকুনি করে দাগ দিয়েছি।
বাইরে সবগুলো ঘরে একই রকম করে দাগ দিয়েছি। তারপর মাঝে পাতার মতো এঁকেছি।
পাতার বাইরে কালো রং করেছি। তারপর বাইরের দিকে আরো কতগুলো পাতার মতো করে ডিজাইন করেছি।
সবগুলো ঘরে একই রকম করে পাতা এঁকেছি। তারপর পাতার বাইরের অংশ কালো রং করেছি।
ঘরের ভিতরে লম্বা করে দাগ দিয়ে ছোট ছোট ডট দিয়েছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
Photographer | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness