নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব -১৯ তম]❤️

tanha001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ১৪ ডিসেম্বর ২০২৪ ইংঃ রোজ শনিবার। ।

বাংলায় ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১৯ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি।আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

নাটকের প্রথমে দেখা যায় রিমার ছোট আম্মা মাস্টারের সাথে রাতের বেলা দেখা করতে আসে কারণ রিমার বিষয়ে খোঁজ নিওয়ার জন্য। সেখানে সেই মুহূর্তে রিমার ছোট আব্বা এসে হাজির হয় এবং রিমার ছোট আম্মাকে অনেক বকাঝকা করে এবং তাকে ওখান থেকে পাঠিয়ে দেই। তার ছোট আব্বা মাস্টারকে বলে জ্বর যখন এসেছে বাড়ি চলে যেতে পারো না এখানে আছো কি জন্য। তখন রিমার ছোট আম্মা বলে মাস্টার তো আমার ছেলের মতই তাই তার জন্য খাবার এনেছি আমি। এ কথা বলে রিমার ছোট আম্মা মাস্টারকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুরুজ তার বড় ভাবি ও কাজের মেয়ে মিনা গেছে রিমার শশুর বাড়ির সামনে। এমাকে কিডন্যাপ করবে এজন্য।

এরপর দেখা যায় নায়ক রিকশা নিয়ে বের হচ্ছে কাজে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে সেখানে নায়িকা এসে বলে তুমি সাবধানে থেকো না হলে আমার বাড়ির লোক তোমার যখন তখন যেকোনো ক্ষতি করে ফেলতে পারে। তুমি কোনো চিন্তা করোনা আমার কিছু করতে পারবেনা তোমার বাড়ির মানুষ। এই কথা বলা শেষ হয়ে গেলে নায়ক চলে যায় তার কাজের উদ্দেশ্যে। এরপরে ওই পথ দিয়ে মোড়ল বাড়ির কাজের মেয়ে মিনা আসছিলো।ঠিক তখনই নায়কের ভাইয়ের সাথে দেখা হয়ে যায় মিনার। তখন নায়কের চাচাতো ভাই মিনাকে প্রশ্ন করে আপনি এখানে কি করছেন। তখন বলে রিমা আপার সাথে দেখা করতে এসেছি। তখন তার সাথে আর কিছু কথা হয় এবং মিনা কাকে বলে বিকেলবেলা পুকুর ঘাটে দেখা করার জন্য। কথা শুনে সে খুশিতে আত্মহারা হয়ে সেখান থেকে চলে যায় তার গন্তব্য স্থানে। এরপর সে বিকাল টাইমে পুকুর পাড়ে যেয়ে অপেক্ষা করে মিনারের জন্য। তখনই রিমার ছোট আম্মা তাকে দেখে ফেলে এবং তাকে বলে তোমাকে অনেক চেনা চেনা লাগছে। তখন সে বলে আপনি রিমা ভাবি এর ছোট আম্মামা না। তখন রিমার ছোট আম্মা বলে হ্যাঁ তুমি আমার রিমাকে চেনো। তখন সে বলে হ্যাঁ আমি রিমা ভাবিকে চিনি আমার সোহাগ ভাইয়ের বউ। তখন তার ছোট আম্মা বলে রিমার বড় বিপদ।তুমি বাসায় যেয়ে আমার রিমাকে বাঁচাও।তখন রিমার ছোট আম্মা তাকে সব বিস্তারিত বলে সে সব কথা শুনে বলে আপনাদের বাড়ির কাজের মেয়েটা দেখলাম সোহাগ ভাইয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। এই কথা শুনে এসে ওখান থেকে খুব দ্রুত সোহাগদের বাসায় পৌছানোর চেষ্টা করে।

এরপর নায়কের সাথে তার চাচাতো ভাইয়ের দেখা হয় এবং তার চাচাতো ভাই তখন বলে রিমা ভাবি এর অনেক বিপদ। তখন নায়ক বলে তোকে কে বললো তখন বলল রিমা ভাবির ছোট আম্মা আমাকে বলেছে। এ কথা শুনে তাকে রিকশা করে নিয়ে তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

এরপর দেখা যায় নায়িকা সকালবেলা বাড়ির আশেপাশে একটু হাটাহাটি করছিল ঠিক সেই মুহূর্তে এই মিনার সাথে তার দেখা হয়। তখন মিনা বলে আপা তোমার সাথে দেখা করতে এসেছি। এরপর মিনা বলে আমি একা আসেনি বড় ভাবি ও এসেছে দেখা করতে। তখন রিমা প্রশ্ন করে বড় ভাবি কোথায় তখন মিনা বলে রাস্তায় দাঁড়িয়ে আছে তোমার জন্য। এরপর রিমা রাস্তার ওখানে যাই মিনার সাথে এবং সেখানে গিয়ে তার বড় ভাবি ও সুরুজের সাথে দেখা হয়। এরপর রিমাকে জোর করে তারা ইজিবাইকে তুলে নেই। রিমা যেতে চাই না তবে তাকে ধরে পাকলে গাড়িতে উঠানো হয়। এদিকে মোড়ল বাড়ির বড় ছেলে তার বউকে খুজতেছে সেই মুহূর্তে রিমার ছোট আম্মা বলে বড় বৌমা মোড়লের আদেশে সুরুজের সাথে বের হয়েছে রিমার বাড়ির উদ্দেশ্যে।এ কথা শুনে সুলতানা বলে কি জন্য গিয়েছে ছোট আম্মা তখন তার ছোট আম্মা বলে আসলেই জিজ্ঞাসা করিস। এরপর রিমার মা বলে তুই জানলে বল কি জন্য গেছে। একথা শুনে রিমার ছোট আম্মা বলে এ কথা শুনলে তোমাদের আবার মুখ থাকবে তো। তার চেয়ে ভালো হয় তারা বাড়িতে আসলে তখন তাদেরকে জিজ্ঞাসা করো।

এরপর দেখা যায় তারা তিনজন মিলে রিমাকে একটি ঘরের মধ্যে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বাঁধছে। তখন রিমা প্রশ্ন করে তোমরা এমন কেন করলে। তখন সুরুজ বলে তোকে কিডন্যাপ করেছি এবার ওদের নামে মামলা দিব। দেখি আবার ওদেরকে বাঁচাতে পারে।


এরপর দেখা যায় নায়ক ও তার চাচাতো ভাই তাদের বাড়ি পৌছে গেছে এরপর নায়ক এসে তার বাবা-মা ও বোনকে ডাক দেই। তারা ঘর থেকে বের হয়ে আসলে নায়ক তাদের জিজ্ঞাসা করে রিমা কই। তখন নায়কের মা বলে বৌমাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে নায়ক তো অনেক ভেঙে পড়ে এবং তার বাবাকে বলে রিমাকে মোড়ল বাড়ির লোক কিডন্যাপ করেছে। এরপর নায়ক বলে আমার রিমার কিছু হলে আমি ওদের কাউকে ছাড়বো না। এরপর নায়ক বের হয়ে যায় বাসা থেকে। এরপর নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থাপন করব।


পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই পর্ব- ১৯ তম
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই।
দৈর্ঘ১৮ মিনিট ৪৪ সেকেন্ড
মুক্তির সময়২০ আগস্ট ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক

Loading iframe

নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক রিভিউ
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।