স্বরচিত কবিতাঃ অবহেলিত মেয়ে।

tanha001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৬ ডিসেম্বর ২০২৪ ইং: রোজ বৃহস্পতিবার ।
বাংলায় ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা....

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। আমার বাংলা ব্লগে অনেক সদস্যরাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। তাদের মতো আমি হয়তো অত সুন্দরভাবে কবিতা লিখতে পারি না তারপরও চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছে উপস্থাপন করার।তাদের লেখা কবিতা গুলো পড়ে আমি নিজে অনেক উৎসাহিত পাই। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

Source

অবহেলিত মেয়ে
লেখাঃ তানহা তানজিল তরসা

অন্ধকার ঘরে দাঁড়িয়ে সে,
চোখে ঝলসানো দুঃখের ছায়া।
স্বপ্নগুলো তার খোলা আকাশ,
তবু পায়নি সে মুক্তির মায়া।

অবহেলার শিকলে বাঁধা পা,
মায়ার ছোঁয়ায় শুকনো তার হাসি।
জন্মসূত্রে নারী, তবু কেন?
সবার কাছে সে অবহেলার বাসি।

সে চায়নি কিছু, চেয়েছে শুধু
এক টুকরো মাটি, এক চিলতে আকাশ।
তবু চেপে বসে সমাজের বোঝা,
তার পিঠে জমে অনুশোচনার শ্বাস।

তবুও সে লড়ে, তবুও সে বাঁচে
হৃদয়ে আঁকে সাহসের ছবি।
অবহেলিত মেয়ে, আজ নয় কাল,
হবে সে বিজয়ের কবি।

মূলভাব:

অবহেলিত মেয়ে কবিতায় একজন নারীর প্রতি সমাজের অবহেলা, বঞ্চনা ও দুঃখ-যন্ত্রণা তুলে ধরা হয়েছে। জন্মসূত্রে নারী হওয়ায় কারণে আমাদের সমাজের শোষণ ও উপেক্ষার শিকার হতে হয়। তবুও জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যেতে হয়। কবিতাটি নারীশক্তির জাগরণ ও সমাজের ভুল দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়।


পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।