🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট করব। যেহেতু এখন শীতকাল আর শীতকাল মানেই পিঠাপুলির উৎসব।শীতকালে বিশেষ করে খেজুরের গুড় ও খেজুর রসের পিঠা খেতে অনেক টেস্ট লাগে।শহরের তুলনায় গ্রামে শীত ও বেশি আবার পিঠাপুলের উৎসব বেশি। আশা করি আমার লেখা শীতের পিঠাপুলি স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
শীতের সকালে কুয়াশার চাদর,
মাঠের ঘাসে জমে শিশিরের আদর।
রান্নাঘরে তখন মিষ্টি সুরভি,
মা বানাচ্ছে পিঠা, হৃদয় ভরা ছবি।
পুলি পিঠার ভাঁজে নারকেলের মিষ্টি,
খেজুরের গুড়ে যেন স্বাদ অতি স্পষ্টি।
চিতই পিঠা ভাঁজে ধোঁয়া ওঠে সবে,
আহা! শীতের স্বাদ যেন জমে মজবুতে।
দুধপুলি গরম গরম হাঁড়িতে রাখে,
ছোট্ট আইয়ান মুগ্ধ হয়ে চাখে।
মায়ের হাতে গড়া সেই পিঠার সুখ,
শীতের সকালে বাড়ি ভরে হাসি রং মুখ।
নতুন চালের গন্ধে শীতের গান
ঘরে ঘরে বাজে উৎসবের তান।
এই পিঠা পুলি, এই শীতের মেলা,
প্রাণের মাঝে বেঁধে রাখে আত্মার খেলা।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |