স্বরচিত কবিতাঃ শীতের পিঠাপুলি।

tanha001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২১ ডিসেম্বর ২০২৪ ইং: রোজ শনিবার ।
বাংলায় ০৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুগণ..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট করব। যেহেতু এখন শীতকাল আর শীতকাল মানেই পিঠাপুলির উৎসব।শীতকালে বিশেষ করে খেজুরের গুড় ও খেজুর রসের পিঠা খেতে অনেক টেস্ট লাগে।শহরের তুলনায় গ্রামে শীত ও বেশি আবার পিঠাপুলের উৎসব বেশি। আশা করি আমার লেখা শীতের পিঠাপুলি স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


Sourse

শীতের পিঠাপুলি
লেখাঃ তানহা তানজিল তরসা

শীতের সকালে কুয়াশার চাদর,
মাঠের ঘাসে জমে শিশিরের আদর।
রান্নাঘরে তখন মিষ্টি সুরভি,
মা বানাচ্ছে পিঠা, হৃদয় ভরা ছবি।

পুলি পিঠার ভাঁজে নারকেলের মিষ্টি,
খেজুরের গুড়ে যেন স্বাদ অতি স্পষ্টি।
চিতই পিঠা ভাঁজে ধোঁয়া ওঠে সবে,
আহা! শীতের স্বাদ যেন জমে মজবুতে।

দুধপুলি গরম গরম হাঁড়িতে রাখে,
ছোট্ট আইয়ান মুগ্ধ হয়ে চাখে।
মায়ের হাতে গড়া সেই পিঠার সুখ,
শীতের সকালে বাড়ি ভরে হাসি রং মুখ।

নতুন চালের গন্ধে শীতের গান
ঘরে ঘরে বাজে উৎসবের তান।
এই পিঠা পুলি, এই শীতের মেলা,
প্রাণের মাঝে বেঁধে রাখে আত্মার খেলা।

মূলভাবঃ

এই কবিতার মূলভাব হলো বাঙালির শীতকালীন পিঠাপুলির ঐতিহ্য এবং পারিবারিক আনন্দ। শীতের সকালের প্রকৃতি, মায়ের হাতে তৈরি পিঠার স্নেহ এবং ছোটদের সেই পিঠা উপভোগ করার দৃশ্য কবিতায় হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে। এটি শীতের মৌসুমে বাঙালি পরিবারে সৌহার্দ্য, স্নেহ, এবং উৎসবের আবহকে তুলে ধরে


পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।