ভিডিওগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা দুই প্রজাতের গোলাপ ফুলের ভিডিওগ্রাফি।

tanha001 -
আসসালামু আলাইকুম/আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ০৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ।

হ্যালো বন্ধুরা.......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। যেহেতু এখন শীতের মৌসুম আর এই মৌসুমে বিভিন্ন রকমের ফুল ফোটে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজও একটি ফুলের ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ধারণ করা গোলাপ ফুলের ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।গোলাপ ফুলকে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্যের রূপ বলা যায়। এর মসৃণ পাপড়ি, মিষ্টি সুবাস, আর বহুবর্ণের রূপকথার মতো সৌন্দর্য মানুষের মন জয় করে নিয়েছে হাজার বছর ধরে। প্রেম, ভালোবাসা, কৃতজ্ঞতা কিংবা প্রশান্তি মানব হৃদয়ের প্রায় সব অনুভূতির সঙ্গে গোলাপের রয়েছে গভীর যোগসূত্র।লাল গোলাপ গভীর প্রেম ও আবেগের প্রতীক। এটি সেই চিরন্তন ভালোবাসার গল্প বলে, যা হৃদয়ে চিরস্মরণীয়।গোলাপি গোলাপ কোমলতা ও প্রশংসার প্রতীক। এটি মমতা ও কৃতজ্ঞতার বার্তা বহন করে।গোলাপ শুধু একটি ফুল নয়, এটি অনুভূতির এক নীরব ভাষা।

ভিডিওগ্রাফির লিংক

Loading iframe

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ধারণ করা ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।