স্বরচিত কবিতাঃ শেষ বিকেলের চিঠি।

tanha001 -
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০৮ নভেম্বর ২০২৪ ইং: রোজ শুক্রবার ।
বাংলায় ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা..................

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের কবিতা লিখে শেয়ার করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। এই ধরনের কবিতা লিখে পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে।আমি লেখালেখি করতে ও পড়তে অনেক পছন্দ করি। আশা করি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


Source


শেষ বিকালের চিঠি
লেখাঃ তানহা তানজিল তরসা

শেষ বিকালে রঙ মেখে এসে,
সূর্যটা বলে বিদায়ের কথা,
হলুদ-লাল আভায় আকাশ ছেয়ে,
মনে হয় যেন সে দিয়েছে এক চিঠি লেখা।

এই চিঠিতে আছে হারানোর গল্প
আছে কিছু স্মৃতির অবাক মায়া,
আছে কিছু না-বলা কথা।
যে কথা থেকে যায় একা বাতাসে ভেসে।

ফিরে যাওয়া পাখিরা জানে তার ভাষা।
বটগাছের পাতারা ফিসফিসে বলে,
চিঠিটা পড়ে যায় একা দাঁড়িয়ে।
সন্ধ্যার চাঁদ, নীরব সেই বলে।

শেষ বিকালের এই রঙে লেখা চিঠি,
আমার মনকেও কেমন ছুঁয়ে যায়।
হয়তো এই বিদায়ের মধ্যেই আছে
নতুন শুরু যে শুরুকে শেষ বলা যায়।


মূলভাবঃ

এই কবিতার মূলভাব হলো বিদায়ের মধ্যেও একধরনের মায়া ও সৌন্দর্য থাকে।"শেষ বিকালের চিঠি" কবিতায় শেষ বিকেলের সূর্যাস্তকে বিদায়ের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় বিদায়ের গল্প বলে। সূর্যাস্তের হলুদ-লাল আভা, পাখিরা এবং বটগাছের পাতাগুলি সবাই মিলিতভাবে সেই বিদায়ের চিঠির পাঠক ও ভাষ্যকার।

পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।