New to Nutbox?

আমার কবিতা “চির বিচ্ছেদ” , 10% beneficiary to @shy-fox

28 comments

tangera
79
2 years agoSteemit2 min read

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হলাম। সাধারণত আমাদের সকলেরই প্রিয় মানুষ দূরে চলে যাওয়ার সময় তাকে বিদায় দিতে খুব কষ্ট হয় ।কিন্তু সেই মানুষটি যখন চিরতরে তার মনের মানুষকে ফেলে এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার মনের মাঝে যে আর্তনাদ তা এই কবিতার মাঝে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের হয়তো একটু ভালো লাগবে। আমি আগেও বলেছি কবিতা লেখায় আমি মোটেও পারদর্শী নই, মোটামুটি কমিউনিটির সকলকে দেখেই একটু চেষ্টা করে যাচ্ছি, কথাও ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

D1CFB092-A590-4500-87D6-74E9A5D78A91.jpeg

Copyright free image, pixabay

চির বিচ্ছেদ

প্রিয়তম আজ যাচ্ছি চলে,
চিরবাঁধনের এই সম্পর্ক ছিঁড়ে ।
অশ্রু মুছে, হাসি মুখে দাওতো বিদায়।

কান্না মাখা মুখটি তোমার
বিদায় বেলায় দিচ্ছে ভেঙে,
শক্ত এই পাঁজরটিকে ।

মিষ্টি করে হাসো যদি,
পরম সুখে যাব চলে
মায়ার এই ভূবন ফেলে।

জানি তোমার কষ্ট হবে,
আমি ছাড়া তুমি।
তবুও তোমায় বাঁচতে হবে
আঁকড়ে রেখে স্মৃতি।

অশ্রু মুছে কাঁপা কাঁপা গলায়,
একবার বলো ভালবাসি তোমায়।
বিদায় বেলার এই চিরসুখ,
আমি তোমা হতে পেতে চাই।

বুকে রাখো বল, রাখো সাহস মনে।
তোমার আমার মিলন হবে
ঐ জীবনে, চির জনমের তরে।

♡ ♥💕❤

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord

চ্যানেল এ JOIN করুন :

Comments

Sort byBest