New to Nutbox?

মা ও মেয়ের তৈরি পাতা সহ কাগজের ফুল

14 comments

tangera
79
15 days agoSteemit3 min read
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_0898.jpeg

আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাগজের তৈরি একটি ফুল নিয়ে। আগে মাঝে মাঝে আপনাদের সাথে এ ধরনের নানা রকমের ফুল শেয়ার করতাম। মাঝে অনেকদিন গ্যাপ পড়ে গিয়েছে।তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটি কাগজের তৈরি ফুল শেয়ার করি। আজ শনিবার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। সকালবেলা উঠে দেখি বড় মেয়ে মোবাইল নিয়ে বসে রয়েছে। ঘন্টার পর ঘন্টা দেখেই যাচ্ছে। তাই এ প্ল্যানটি করে ফেললাম যেন মোবাইল থেকে কিছুক্ষণ দূরে রাখা যায়। আর তারা আমার সাথে কোন কিছু তৈরি করতে খুবই পছন্দ করে। তাই সেই সুযোগটা আজ কাজে লাগিয়ে ফেললাম। আসলে কাগজের তৈরি যে কোন জিনিস তৈরি করতে অনেক সময় লাগে এবং যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়, তা না হলে ভালোভাবে তৈরি করা সম্ভব হয় না। তাই আমরাও অনেক সময় নিয়ে মা ও মেয়ে দুটি ফুল বানিয়েছি। আশা করছি আপনাদের খুব বেশি খারাপ লাগবে না। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক ফুলটি বানাতে আমাদের কি কি লেগেছে?

  • তিনটি পেপার(সাদা ও লাল)
  • গ্লু
  • স্কেল
  • পেন্সিল

নিম্নে ফুল বানানোর কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_0853.jpeg

যা যা লেগেছে।

IMG_0854.jpegIMG_0855.jpeg

প্রথমেই লাল কাগজটি দৈর্ঘ্য ও প্রস্থে ২০ ও ৮.৫ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এরপর মাঝ বরাবর লম্বালম্বি ভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG_0856.jpegIMG_0857.jpeg

এরপর সিজার দিয়ে এভাবে ঝুড়িঝুড়ি করে কেটে ভাঁজ খুলে নিয়েছি।

IMG_0858.jpegIMG_0859.jpeg

এরপর দু'পাশ এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_0860.jpegIMG_0862.jpeg

এভাবে তিনটি বানিয়ে নিয়েছি। এরপর একটি মার্কার পেন নিয়ে তার মাথায় এভাবে তৈরি করা কাটা দুটি কাগজ দিয়ে গ্লু লাগিয়ে প্যাঁচিয়ে একটি ফুলের শেপ করে নিয়েছি।

IMG_0863.jpegIMG_0864.jpeg

এরপর বাকি কাগজটি একটি পেন্সিলের সাহায্যে এভাবে প্যাঁচিয়ে আরো একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_0865.jpegIMG_0867.jpeg

এরপর ওই ছোট ফুলটি পূর্বে বানানো ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপর সবুজ কাগজ থেকে কিছু কাগজ নিয়ে প্যাঁচিয়ে এভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি।

IMG_0868.jpegIMG_0869.jpeg

এরপর সিজার দিয়ে কেটে দুটি পাতা বানিয়ে নিয়েছি। এরপর পাতা দুটি লম্বা অংশের সাথে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_0876.jpeg

এরপর ফুলটি গ্লু এর সাহায্যে লম্বা অংশটির মাথায় লাগিয়ে নিলাম।

IMG_0880.jpeg

ব্যাস তৈরি হয়ে গেল আমার পাতাসহ কাগজের একটি ফুল।

IMG_0878.jpeg

এই ফুলটি আমার বড় মেয়ে বানিয়েছে।

IMG_0886.jpeg

IMG_0888.jpeg

IMG_0892.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Comments

Sort byBest