বাংলাদেশে যাওয়া নিয়ে একটি অনিশ্চয়তা, 10% beneficiary to @shy-fox

tangera -

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই জানেন আমরা বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমার হাজব্যান্ড দেড় মাস আগেই চলে গিয়েছে বাংলাদেশে। আর মাত্র এক সপ্তাহ আছে, এই মাসের ১১ তারিখে আমাদের ফ্লাইট। কিন্তু এখনো ১০০ পার্সেন্ট শিউর হতে পারছি না, একটি অনিশ্চয়তা কাজ করছে। প্রবলেম হচ্ছে নতুন ভাইরাস অমিক্রণ। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ইংল্যান্ডে, প্রায় ৭০ জনের মতো শনাক্ত হয়েছে এই নতুন ভাইরাসে আক্রান্ত রোগী। এই এক সপ্তাহের মাঝে নতুন কোন রুলস দাঁড় করিয়ে না দেয় এই দেশের সরকার সেই টেনশনে আছি। তাছাড়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশেও কোন পরিবর্তন আসতে পারে ইংল্যান্ডের যাত্রীদেরকে নিয়ে। ইন্ডিয়াতে এখন নতুন সিস্টেম করেছে, ইংল্যান্ড থেকে যেসকল লোকজন যাবে তাদেরকে হোটেলে ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা যাচ্ছি মাত্র চার সপ্তাহের জন্য, এখন যদি দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকি তাহলে গিয়ে তো কোনো লাভ হবে না।

তারপর আরেকটি প্রবলেম হচ্ছে পিসিআর টেস্ট। এই টেস্টের রেজাল্ট নেগেটিভ আসতে হবে যা যাওয়ার দুদিন আগে করতে হয়। পরিবারের কোন একজন সদস্যের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। এই দু তিন দিন ধরে শরীরটা একটু ভালো না, সর্দি ও কাশি লেগে রয়েছে আমাদের ফ্যামিলির সকলেরই, এর জন্য অনেকটা ভয়ে রয়েছি। তাছাড়া সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই টেস্টের রেজাল্ট কখনো কখনো ভুলও আসে। এই তো কয়েক মাস আগে আমাদের এলাকার এক বাংলাদেশির দেশে যাওয়ার কথা ছিল, তিনি পি সি আর টেস্ট করে তার রেজাল্ট পজিটিভ পান, পরে তার আর যাওয়া হয়নি। এরপর তিনি আবার টেস্ট করেন, তখন উনার রেজাল্ট নেগেটিভ আসে কিন্তু তখন আর কোন লাভ নেই, সুতরাং এটি অনেক বড় একটি ভয়।

বাংলাদেশে যাওয়ার জন্য গোছগাছ চলছে।

যাইহোক শত অনিশ্চয়তার মাঝেও আমরা আমাদের প্ল্যান মত কাজ করে চলেছি। মোটামুটি সবকিছু রেডি। আমরা সকলেই এক্সাইটেড, বিশেষ করে বাচ্চারা, কারন অনেকদিন পরে বাংলাদেশে যাচ্ছি আর তাদের বাবাও বাংলাদেশে রয়েছে। মোটামুটি সবকিছুই ঠিকঠাক থাকলে, আল্লাহ যদি চান তাহলে আমরা যেতে পারব। আর যদি নাও যেতে পারি তাহলে সবর করে বসে থাকবো, কারণ এটি আল্লাহরই ইচ্ছা, আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। আমাদের সকলেরই উচিত সকল সময় তার উপর সন্তুষ্ট থাকা, কারণ বিপদ-আপদ দিয়েই তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন।

বন্ধুরা এটি ছিল আজকের আয়োজন, আমাদের জন্য সকলেই দোয়া করবেন আমরা যেন সকল বিপদ আপদ কেটে সহিসালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি।

অনেক ধন্যবাদ,
@tangera