একটি মেহেদি ডিজাইন এর আর্ট

tangera -

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।এভাবে ফুল দিয়ে হাতে মেহেদি লাগালে অনেক সুন্দর লাগে দেখতে।একেবারেই সহজ এবং কম সময়ে হাঁতে পরা সম্ভব। চেষ্টা করলে যে কেউ খুব সহজেই হাতে পড়ে ফেলতে পারবে। আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি। আশা করি আমার এই আর্টটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

প্রথমেই প্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।

এরপর এর চারিদিকে ছোট ছোট পাপড়ির মত করে এঁকে এভাবে একটু ডিজাইন করে একটি ফুল বানিয়ে নিয়েছি।

ফুলটির নিচের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

এরপর উপরের দিকে ফুলটির সাথে লাগিয়ে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।

এরপর ফুল দুটির উপরের দিকে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।

এরপর উপরের ফুলটির নিচের দিকে কতগুলো পাতা এঁকে নিচের ফুলের সাথে উপরের ফুলের একটি সংযোগ লাগিয়ে দিয়েছি।

এরপর ক্রমান্বয়ে এভাবে বাকি ধাপগুলো সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy