Incredible India monthly contest of November #1| Definition of a great leader!

tanay123 -

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি কমিউনিটিতে চলমান কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি। বরাবরের মতো এডমিন ম্যামকে অনেক ধন্যবাদ জানাই প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কনটেস্টের বিষয়বস্তুর উপর নিজের মন্তব্য তুলে ধরার আগে কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,,

@mdsahin111
@muktaseo
@pinki.chak

In your perspective, what's the Definition of a good leader?

যার মধ্যে সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সেই নেতা। প্রকৃত নেতার মধ্যে একটি দল বা সংগঠনকে সঠিক ভাবে দিকনির্দেশনা দেওয়ার জ্ঞান থাকে। নেতার চোখে সবাই সমান।

একজন প্রকৃত নেতা তার অন্তর্ভুক্ত সকলকেই সমান দৃষ্টিতে দেখে। একজন যোগ্য নেতার সব থেকে বড় গুণ হলো - ধৈর্য্য, সময়ানুবর্তিতা, সততা, সঠিক পরিকল্পনা ও দুরদর্শিতা ইত্যাদি।

একবার ব্যর্থ হলে নেতা কখনও হার মেনে নেয় না বরং সে তার দলের সকলের মনোবল ধরে রাখতে সাহায্য করে। নেতার পরিকল্পনা থাকে স্বচ্ছ এবং যেকোনো সিদ্ধান্ত সে নিজে নেয় না বরং সকলের সাথে পরামর্শ করেই যেকোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন।

দল বা সংগঠন জিতে গেলে সেই কৃতিত্ব দলের সকলকে দেয় এবং পরাজয়ের দায়ভার নেতা নিজেই গ্রহণ করেন।

বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যত অনুমান করাও নেতার অন্যতম গুণাবলি বলে আমি মনে করি। এটা ঠিক যে, ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত হয়ে থাকে তবে বর্তমানের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা চিন্তা করাও নেতার কর্তব্যের মধ্যে পড়ে।

সর্বোপরি সঠিক পরিকল্পনা করার ক্ষমতা নেতাকে উচ্চ স্তরে পৌঁছে দিতে পারে। যেকোনো ক্ষেত্রে জয়লাভ করতে হলে অবশ্য সঠিক ও মানসম্মত পরিকল্পনা থাকা আবশ্যক।

সঠিক পরিকল্পনার মাধ্যমে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। তাছাড়া নেতা তার দলের মধ্যে অন্তর্ভুক্ত সকলকে ভালো ভাবে বুঝতে পারেন। কারো দুর্বলতা ও শক্তির জায়গায় খুজে বের করে সেভাবে দলকে পরিচালনা করাই নেতার কাজ।

What is the difference between leader and leadership? Explain!

যে নেতৃত্ব দিয়ে থাকেন সেই মূলত নেতা। নেতৃত্ব ও নেতা দু’টোই পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত।

যে গান গায় সে গায়ক, ঠিক তেমনই যে নেতৃত্ব দেয় সেই নেতা। পার্থক্য শুধু কে কতটা ভালো নেতৃত্ব দিতে পারে। যে যত বেশি ভালো সময়োপযোগী চিন্তা ভাবনার মাধ্যমে দলকে নেতৃত্ব দিতে পারেন সে সকলের মন জয় করে নেন।

শুধুমাত্র নেতৃত্ব দিলেই চলবে না বরং সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন মাথা ঠান্ডা রেখে সেটা সমাধান করার চেষ্টা করাই নেতার বৈশিষ্ট্য।

Who is your all-time favourite leader? Why?

আগেই বলেছি, যে তার দলকে সঠিক দিক নির্দেশনা দিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেন সে প্রকৃত নেতা। নেতা তো অনেকেই হতে চায় তবে কতজন যোগ্য নেতা হয়ে উঠতে পারে সেটা তার কর্মই বলে দেয়।

আমার প্রিয় নেতাদের মধ্যে অনেকেই তো রয়েছেন। তবে আমি মহেন্দ্র সিং ধোনি কে বেছে নিবো। একজন পরিপূর্ণ নেতার যতগুলো গুণ থাকা আবশ্যক তার সব গুলোই রয়েছে মহেন্দ্র সিং ধোনির মধ্যে।

মহেন্দ্র সিং ধোনির মধ্যে পরিকল্পনা, দুরদর্শিতা, সঠিক সময়ে দলকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবই রয়েছে।

আমি বুঝতে শেখার পর সর্বপ্রথম ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ দেখেছি আর সেখানে আমি মহেন্দ্র সিং ধোনিকে ভারত ক্রিকেট দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। ক্রিকেট ম্যাচ হয়ত কয়েকঘন্টা সময় নিয়ে হয়ে থাকে তবে সেটার পরিকল্পনা করতে হয় অনেক আগে থেকেই।

মহেন্দ্র সিং ধোনি ভারত ক্রিকেট জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন অনেক দিন। তিনি ভারতের জার্সিতে ওয়ানডে বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাপিয়নশীপ, সহজ ভাবে বলতে গেলে আন্তর্জাতিক সকল ট্রফি জিতেছেন। তাছাড়া আইপিএল এ চেন্নাই কে নেতৃত্ব দিয়ে সব থেকে বেশি ট্রফি জিতেছেন চেন্নাইয়ের হয়ে।

একটা ক্রিকেট ম্যাচে এমন অনেক পরিস্থিতি সামনে আসে যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক দ্বিধায় পড়ে যেতে হয়। অন্য সকলের কাছে কঠিন এই কাজটা কত সহজে মহেন্দ্র সিং ধোনি করে থাকেন সেটা দেখলে অবাক লাগে। মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তগুলো কতটা কার্যকরী হয় সেটা আমরা সকলেই জানি আর হয়ত এজন্য তাকে ক্যাপ্টেন কুল বলে সম্বোধন করা হয়।

END