New to Nutbox?

Achieved 1K Steem Power.

8 comments

tanay123
66
3 days agoSteemit4 min read

Hello Everyone,,,

1K Steemm Piwer_20241115_234628_0000.jpg

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আবহাওয়ার কিছুটা তারতম্যের কারনে অধিকাংশ মানুষের মধ্যে তার প্রভাব পড়ছে। তাই সকলকে এই সময়টা অনেক সাবধানে থাকতে হবে।

আমরা যারা স্টিমিট প্লাটফর্মের সাথে নিজেকে যুক্ত রেখেছি তারা অবশ্যই অবগত আছি এই প্লাটফর্মের ভবিষ্যৎ সুদুরপ্রসারি। সেই সাথে এটাও জানি, এই প্লাটফর্মে নিজেকে ভালো অবস্থানে পৌঁছাতে হলে অবশ্যই ধৈর্য্য ধরে কাজ করতে হবে অর্থাৎ নিজেকে সক্রিয় রাখতে হবে।

সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে ভালো কিছু করার জন্য ফলের আশা ত্যাগ করতে হবে। কাজের পরিনাম যেটাই আসুক না কেন ভেঙে পড়লে চলবে না বরং লড়াই করার মানসিকতাকে শক্ত রাখতে হবে।

স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়ে কেউ যদি ভেবে থাকে যে সে রাতারাতি অনেক উঁচু জায়গায় পোঁছে যাবে তাহলে সে বোকার দুনিয়ায় বাস করছে। নিজের যোগ্যতা, সততা ও ধৈর্য্য এই তিনটা পরিক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কেবল এখানে সফল হওয়া সম্ভব।

IMG_20241114_181713.jpg
1000 Steem power

আমি স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়েছি ২০২৩ সালের ডিসেম্বর মাসে। আমি কৃতজ্ঞতা জানাই @sduttaskitchen ম্যাম ও @sampabiswas দিদিকে কারন তারা আমাকে এখানে কাজ করার সুযোগ দিয়েছেন এবং পথ প্রদর্শন করেছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারন এই প্লাটফর্মে যুক্ত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তাদের সাথেই আমার পরিচয় হয়েছিলো।

স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে অবশ্যই সকল নিয়মাবলি মেনে কাজ করতে হয় এখানে অনৈতিকতার কোনো জায়গা নেই। এই গুরুত্বপূর্ণ নিয়মাবলি ও অন্যান্য বিষয় আপনাদের কাছ থেকেই পরামর্শ পেয়েছি সব সময়। একদম সহজভাবে বলতে গেলে শুরু থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্ম সম্পর্কে যতটুকু জেনেছি সেটা আপনাদের কাছ থেকেই।

স্টিমিট প্লাটফর্মে যুক্ত হওয়ার পর শূন্য থেকে আজ ১০০০ স্টিম পাওয়ার অর্জন করতে পেরেছি। হয়ত এটা খুব সামান্য পরিমাণ তবে এটাই আমার কাছে অনেক কিছু কারন আমি জানি, যদি নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে এই সামান্য পরিমানটা আর সামান্য থাকবে না।

আমি বিশ্বাস করি, ছোট ছোট সাফল্যের মাধ্যমেই বড় কিছু আশা করা যায়। এই প্লাটফর্মে যারা আজ সফল তাদের অবস্থানও কোনো একদিন আমার মতোই ছিলো। তাই এই অর্জনকে আমি কখনও ছোট করে দেখবো না। তবে এটাই শেষ নয়, আমি চেষ্টা করে যাবো নিজের উন্নতি করার।

পাওয়ার আপ
IMG_20241114_181229.jpg
Power Up

স্টিমিট প্লাটফর্ম যদি সত্যি নিজের অবস্থান দৃঢ় করার ইচ্ছা থাকে তাহলে পাওয়ার আপ করা অন্তত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই প্রতিনিয়ত পোস্ট ও এনগেজমেন্ট বৃদ্ধির সাথে সাথে পাওয়ার আপ করার দিকে দেখায় রাখতে হবে। তাছাড়া আমাদের সকলকে ক্লাব - ১০০, ক্লাব - ৫০ এবং ক্লাব - ৭৫ এর মধ্যে যেকোনো একটা ক্লাবে অন্তর্ভুক্ত থাকা আবশ্যক। তাই ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়মিত পাওয়ার আপ করতেই হবে। আমি আজ ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।

পাওয়ার আপ করাকে আমি লক্ষীর ঘটে কয়েন রাখার সাথে তুলনা করবো কারন কয়েকদিন পর পর হয়ত আমরা লক্ষীর ঘটে ৫/১০ টাকা করে জমা করতে করতে একদিন অনেক বড় একটা অংকের টাকা একসাথে পেয়ে থাকি।

ঠিক সেভাবেই প্রতিনিয়ত পাওয়ার আপ করতে করতে একদিন আমাদের ওয়ালেট এমন অবস্থানে পোঁছাবে যেটা দেখে আমরাই অবাক হয়ে যাবো।

ডেলিগেশন
IMG_20241114_181328.jpg
Delegation to meraindia
IMG_20241114_181122.jpg

একাতই বল এই কথাটা হয়ত ডেলিগেশনের সাথে খুব ভালো ভাবে যায়। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ শক্তি একজায়গায় হলে সেখান থেকে অনেক বড় শক্তি রূপান্তর হয়।আমরা সকলে যদি আমাদের কর্মস্থল তথা আমাদের কমিউনিটির ওয়ালেট বৃদ্ধি করতে সাহায্য করি তাহলে এর সুফল আমরাই পাবো। কোথাও না কোথাও ডেলিগেশনের সাথেও আমাদের স্বার্থ জুড়ে থাকে কারন ডেলিগেশন দেওয়ার বেনিফিট আমরাই পেয়ে থাকি।

বিগত প্রায় ১১ মাস আমি এই প্লাটফর্মের সাথে যুক্ত রয়েছি। তার ফলস্বরূপ আজ ১০০০ স্টিম পাওয়ার অর্জন করতে পেরেছি এটা আমার নিকট অনেক বড় পাওয়া। আমি আবারও ধন্যবাদ জানাবো @sduttaskitchen ম্যাম ও @sampabiswas দিদিকে, আপনারা সাহায্য না করলে এটা কখনওই সম্ভব হতো না 🙏। সকলে অনেক ভালো থাকবেন।

END

Comments

Sort byBest