Tea- junction এর চা

swagata21 -

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে টি - জাংশানে চা খেতে যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।।


বেশ কদিন ভালো গরম পড়েছে । আর এখন কি গরম !সবে তো শুরু। এরপর গরম বাড়তেই থাকবে ।তবে যাই হোক যে দিনটা বেশি গরম পড়ছে সেদিন ঠিক বিকেলবেলা একটু হলেও বৃষ্টি হয়ে যাচ্ছে ।তাতে করে আবহাওয়াটা একটু হলেও ঠান্ডা হয়ে যাচ্ছে।


আজ আবারও ব্ল্যাকস ঘুরতে যাওয়ার কথা বললো ।কদিন ধরেই cc2 তে যেতে ইচ্ছা করছিল। ওখানে আগে অনেকটা সময় কাটাতাম। বিয়ের পরে এখন আর নিউটাউনের দিকে খুব একটা যাওয়া হয়ে ওঠে না ।cc2 শপিং মলটা বেশ বড় ।গল্প করার জন্য বা কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটা বেশ সুন্দর । Cc1 সল্টলেকে আর cc2 হল নিউটাউনে । নিউটাউন আর সল্টলেক এর মধ্যে পার্থক্য হলো নিউটনের এই সিটি সেন্টার অনেকটা বড় এবং অনেকটা জায়গা জুড়ে, তাই এখানে আসতে বেশ ভালই লাগে।


এখানে এসেই আমরা সবার প্রথমে tea junction থেকে চা অর্ডার করলাম।চা কিন্তু আমরা দুজনেই খুব ভালোবাসি। কোথাও ঘুরতে বেরোলে চা আমাদের মাস্ট খেতেই হয়।


আর tea junction এর চা খুব ভালো খেতে এবং এখানে অনেকগুলো ফ্লেভারের চা পাওয়া যায়। তাছাড়া ও এখনো আইসড টি পাওয়া যায় অর্থাৎ কেউ যদি ঠান্ডা চা খেতে চায় সেরকম ব্যবস্থাও এখানে রয়েছে ।আমরা মাঝেমধ্যে আইস টি খাই ।আজকে তেমনভাবেই স্ট্রবেরি আইসড টি খেলাম ।তাছাড়া এখানে স্ন্যাক্সের জন্য কেক, স্যান্ডউইচ, বার্গার পাওয়া যায় ।কিন্তু চায়ের সাথে খেতে হলে এগুলো অত্যাধিক দাম। খাবারের মান ভালো হলে দাম বেশি হলেও কোনো সমস্যা থাকে না।



আমরা আজকে স্ট্রবেরি আইসড বাবল টি অর্ডার করেছিলাম। বাবলস টি বলতে ঠান্ডা চায়ের মধ্যে বাবল থাকে যেগুলো খেতে দুর্দান্ত হয় এবং পরিমাণে বেশি দিলে তার জন্য আলাদা দাম দিতে হয় এই চা না খেলে বোঝা যাবে না যে কতটা টেস্টি । বাবল টি গোলাকার জেলির মতো সাবুর দানাকে বোঝায়। এই বাবল টি ১৯৮০ সালে তাইওয়ানে আবিষ্কৃত হয়েছিল । এখনই বাবল টি সারা কলকাতাতে জনপ্রিয় ।

এই বাবল চা কিন্তু রক্তচাপ কমাতে খুব উপকারী। তাছাড়াও স্ট্রোক বা হার্টের মতো রোগের গুরুতর রোগের সম্ভাবনা খানিক কমিয়ে দেয় ।



VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।



|| Community Page | Discord Group ||