বাবুঘাট ব্রিজে কাটানো কিছুটা সময়।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

swagata21 -

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে বাবুঘাট ব্রিজে কাটানো সন্ধ্যের মুহূর্তটা ভাগ করে নিলাম।


আমি আগের দিন বলেছিলাম রবিবার দিন আমরা প্রিন্সেপ ঘাট গিয়েছিলাম ।প্রিন্সেপ ঘাটে খুব সুন্দর একটা সময় কাটিয়ে ছিলাম। তারপর প্রিন্সেপ ঘাটে কিছুটা সময় থাকার পর ৮:১৫ নাগাদ ওখান থেকে বেরিয়ে গিয়ে ছিলাম। এই প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে ঠিক দশ মিনিটের দূরত্বে রয়েছে আরেকটি ঘাট। বাবুঘাট সেতু কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত। বাবুঘাট সেতুর ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ৫টি সেতু রয়েছে।



এই ওভারব্রিজটি এতটাই সুন্দর দেখতে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না ।ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানে ঘুরতে যাওয়া মানে এমনিই মন ভালো হয়ে যাওয়া। এবং তার সাথে খুব সুন্দর একটা সময় কাটানোর মত জায়গা ।আমরা যখন গিয়েছিলাম একটু রাত হয়ে গেছিল তাই জন্য শুধু আমরা চারজনে ছিলাম ।এরকম সচরাচর দেখতে পাওয়া যায়না। কোনো লোক নেই শুধু আমরাই ছিলাম ।সামনেই লঞ্চঘাট ।এই ওভার ব্রিজ থেকে লঞ্চঘাট দেখতে দারুন লাগছিল ।বেশ কিছুক্ষণ ওখানে থাকলাম। ছবি তুললাম। গল্প করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম ।


এবার হল খাওয়া দাওয়ার পালা।আসলে সন্ধ্যেবেলা সেভাবে কিছু খাইনি বলে ভাবলাম খেয়েই বাড়ি ঢুকবো ।তাই জন্য ওখান থেকে এসপ্ল্যানেড চলে গেলাম। বাবু ঘাট থেকে এসপ্ল্যানেডের দূরত্ব ১০ মিনিট মতো। ওখানে গিয়ে বার্গার কিং এ গেলাম ।এই বার্গার কিং জায়গাটা বার্গার জন্য ভীষণ ফেমাস। আর আমার খুব প্রিয় এই জায়গাটা। আমি বার্গার খেলে একমাত্র এখান থেকেই খাই ।কারণ এত সুন্দর করে তাই জন্যই প্রতিবার এখানেই আসি। তার সাথে চিকেন উইংস,ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিংকস নিলাম । এরপর আইসক্রিম নিয়েছিলাম । কিন্তু সেদিন আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিল তাই আমি আর খাইনি ,আইসক্রিম বোন খেয়েছিল। কিন্তু এখানে আইসক্রিমও দারুণ খেতে। আমার ভীষণ প্রিয়।

যাইহোক সব মিলিয়ে খুব ভালো একটা দিন সেদিন কাটিয়েছিলাম।

ধন্যবাদ