8 দিয়ে টেডি অংকন

swagata21 -

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে 8 দিয়ে টেডির একটি চিত্র অংকন করে ভাগ করে নিলাম।। আশা করি সকলের ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।


আজ সকালবেলা মাকে দেখে আসার পর মনটা একটু হালকা লাগছিল। কারণ গতকাল আমি কিসের মধ্যে ছিলাম একমাত্র আমিই জানি ।সেসব কথা নয় আজ থাক। আজ যখন সকালবেলা মায়ের কাছে গিয়েছিলাম, তখন দেখলাম মা খানিকটা সুস্থ ।জানি আরও কিছুদিন সময় লাগবে তাও ভালো আছে দেখে আমারও খুব ভালো লেগেছিল। সকালবেলা মাকে দেখে আসার পর বাড়ি এসে গিয়েছিলাম কারণ তার দু তিন ঘন্টা পরেই আমাদের ভিজিটিং আওয়ার্স ছিল ,তাই এসে স্নান খাওয়া করে আবার গিয়েছিলাম ।কিন্তু এসে যতটুকু সময় পেয়েছিলাম একটুখানি সময় আঁকার খাতা নিয়ে বসে ছিলাম ।আজ হঠাৎ করে ইচ্ছা করলো কিছু আঁকি আর সেরকম ভাবেও আঁকার মন ছিল না, তবুও জাস্ট একটু আঁকলাম বলে আপনাদের সাথে সেটা ভাগ করে নিলাম।




অংকন পদ্ধতি:


উপকরণ


• খাতা
• পেন্সিল
• রবার
•ব্রাউন রং
• ইয়েলো অকার রং
• কলো স্কেচ পেন



প্রথম ধাপ


প্রথমে 8 একে নিয়েছিলাম।


দ্বিতীয় ধাপ


এরপর এইটের পাশ দিয়ে রাউন্ড করে নিয়েছিলাম ।


তৃতীয় ধাপ


এরপরে টেডির হাতের কিছুটা অংশ একে নিয়েছিলাম।


চতুর্থ ধাপ



পঞ্চম ধাপ


এরপর চোখ ,নাক, মুখ একে নিয়েছিলাম ।


ষষ্ঠ ধাপ


এরপর ব্রাউন রং দিয়ে পুরোটা রং করে নিলাম ।


সপ্তম ধাপ


এরপর হালকা ইয়োলো ওকার দিয়ে বাকিটা জায়গার রং করে নিলাম ।


অষ্টম ধাপ


আর সবশেষে কালো রংয়ের স্কেচ পেন দিয়ে বর্ডার করে দিলাম ।


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।



|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile