কমেন্ট মনিটরিং রিপোর্ট[ ১১৬ তম সপ্তাহ] ।। ৭ই ডিসেম্বর ২০২৪
26 comments
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে |
---|
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ১১৬তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | Username | Points | Comment | Remark |
---|---|---|---|---|
01 | @tasonya | 9/10 | 307 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
02 | @monira999 | 8.9 | 270 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
03 | @mohinahmed | 8.8 | 266 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
04 | @isratmim | 8.5 | 228 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
05 | @narocky71 | 8.4 | 224 | কমেন্টস এর মান ভালো, সব কিছুই ঠিক রয়েছে। |
06 | @neelamsamanta | 8 | 179 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
07 | @bdwomen | 7.9 | 205 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক আছে। |
08 | @tania69 | 7.8 | 138 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
09 | @jamal7 | 7.7 | 182 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
10 | @tanjima | 7.7 | 134 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
11 | @purnima14 | 7.6 | 164 | কমেন্টের মান ঠিক আছে |
12 | @emon42 | 7.6 | 152 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
13 | @saymaakter | 7.5 | 171 | জেনারেল রাইটিং গুলোতে কমেন্ট কম। |
14 | @ah-agim | 7.4 | 168 | ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
15 | @shimulakter | 7.4 | 151 | ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
16 | @samhunnahar | 7.4 | 146 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
17 | @bijoy1 | 7.3 | 138 | মোটামুটি সবকিছু ঠিক আছে |
18 | @kibreay001 | 7.3 | 119 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
19 | @bristy1 | 7.2 | 134 | ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
20 | @selina75 | 7.2 | 120 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
21 | @riyadx2 | 7.2 | 113 | কমেন্ট এর মান মোটামুটি ভালো কিন্তু কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
22 | @kausikchak123 | 7.1 | 122 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
23 | @jannatul01 | 7.1 | 107 | কমেন্ট এর মান মোটামুটি ভালো কিন্তু কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
24 | @green015 | 7.1 | 103 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
25 | @aongkon | 7.0 | 110 | কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে। |
26 | @polash123 | 7.0 | 105 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
27 | @rayhan111 | 7 | 101 | কমেন্ট এর মান মোটামুটি ভালো কিন্তু কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
28 | @sumon09 | 6.9 | 92 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
29 | @emranhasan | 6.9 | 90 | কমেন্ট এর মান মোটামুটি ভালো কিন্তু কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
30 | @fatema001 | 6.8 | 96 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক আছে। |
31 | @kazi-raihan | 6.7 | 93 | কিছু কিছু জায়গায় দাঁড়ি- কমার প্রবলেম রয়েছে, এছাড়া কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। |
32 | @parul19 | 6.7 | 87 | কমেন্টস এর মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
33 | @alif111 | 6.7 | 86 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
34 | @nevlu123 | 6.5 | 105 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
35 | @hiramoni | 6.5 | 104 | পরপর 4 দিন কোন অ্যাক্টিভিটিস নেই, বাকি দুই দিনে এইসব কমেন্ট করেছেন |
36 | @tanha001 | 6 | 78 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, |
37 | @nazmul01 | 5.2 | 64 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
38 | @shahid540 | 5 | 63 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
39 | @limon88 | 4.5 | 56 | কমেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে |
40 | @mahfuzur888 | 4.5 | 55 | কমেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে |
41 | @nilaymajumder | 4 | 45 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
42 | @joniprins | 3.0 | 24 | কমেন্টস খুবই কম, প্রথম চারদিন প্রতিদিন একটি করে কমেন্টস করা হয়েছে। কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। |
Team Leader
@swagata21
Executive Member
@alsarzilsiam
@winkles
@tangera
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
*
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments