এক বছরের অপেক্ষার অবসান হয়ে মায়ের আগমন। এই একটা বছর আমরা এই দুর্গা উৎসবের জন্য অপেক্ষা করে থাকি । ছোটো থেকে বড় জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আজ ছিল চতুর্থী ।কলকাতা শহরে লাস্ট তিন বছর ধরে মহালয়া থেকেই পুজো প্যান্ডেল দেখা শুরু হয়ে যায় ।আর সেই হিসেবে আজ যখন চতুর্থী তাহলে তো কোনো কথাই নেই। কারণ রাস্তাঘাটে এতই মানুষের ভিড় যে ৫ মিনিটের রাস্তা ও ৪০ মিনিট ৪৫ মিনিট যেতে লাগছে।
আজ।কিছু কাজে বাইরে বেরিয়ে ছিলাম ।যেহেতু এখন থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে ।তাই যাওয়ার পথেই রাস্তায় দুটো প্যান্ডেল আমিও দেখে নিয়েছি।
এই প্যান্ডেলটি খুব ছোট্টোর মধ্যে খুব সুন্দর ভাবে রাস্তার উপর একটা ছোট জায়গার মধ্যে তৈরি করেছে।এখানে মাটির জিনিস দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। যেমন মাটির লন্ঠন ,মাটির প্রদীপ, মাটির মূর্তি । আমার কাছে তো বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে অবাক করে নিলাম ।এরপর আমি টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে গিয়েছিলাম। সেটা আমি পরের পর্বে ভাগ করে নেবো ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |