New to Nutbox?

কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ০১ - পরিকল্পনা

0 comments

surzo
61
23 hours agoSteemit2 min read

কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ০১
"পরিকল্পনা"

প্রতি বছরের আক্টোবর নভেম্বরের দিকে একটা ট্যুর বা ভ্রমণ যেন বাধ্যতামুলক হয়ে গেছে। এই সময় টা আসলেই যেন ঘর কাজ কোন কিছুতেই মন আর বসে না। মন টা ছুটে যেতে চায় দুরের কোনো রাস্তায়, সবুজের কোনো অশেষ প্রান্তে, সীমানাহীন কোন জলরাশির ঢেউয়ে গা ভাসিয়ে দিতে।
যেই ভাবা সেই কাজ। গিন্নি কে জিজ্ঞেস করলাম "এ বছর কোথায় যাওয়া যায় বলোতো?"
গিন্নি উত্তর দিলো, "চলো আবার কক্সবাজার যায়"
-হুস, কি বলো? গত বছরই না গেলাম?
-তাতে কি? গতবার সমুদ্র ঘুরে আমার হয়নি, আবার যাবো। প্লীজ চলোনা!!
কি আর করার, গিন্নি আবদার। প্লান হয়ে গেলো, এবারও কক্সবাজার।

image.png

সবাই কে জানালাম। সবাই বলতে আমার দুই ভাইরা ভাই এর পরিবার। সবাই রাজি হলো। দিন ক্ষন ঠিক হলো অক্টোবরের ২৮ তারিখ রাত।
৩ পরিবার হতে হতে ৫ পরিবার হয়ে গেলো। মানে আরো ২ আত্মীয় এর পরিবার যুক্ত হলো।
হোটেল বুক করে দিলাম। নিজেই গিয়ে বাসের টিকিট বুক করলাম। গতবার প্রথম স্লিপিং কোচে গিয়ে দারুন রিল্যাক্স ও মজার জার্নি উপভোগ করেছি, তাই এবারও স্লিপিং কোচেই ঠিক করে ফেললাম।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনকক্সবাজার, বাংলাদেশ

দেখতে দেখতে দিন ঘনিয়ে এলো। আমরা ৩ ভাইরা ভাই এর পরিবার আমার বাসা থেকেই একসাথে রিক্সা নিলাম। বাকি ২ পরিবার অন্য জায়গা থেকে আসবে। সবাই একসাথে রাত ৯.৩০ এর মধ্যে বাস কাউন্টারে জমা হয়ে গেলাম।

চলবে...


Sajeeb

Comments

Sort byBest