New to Nutbox?

হঠাৎ আহসান মঞ্জিল

0 comments

surzo
62
20 hours agoSteemit2 min read

আহসান মঞ্জিল। বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকা একটা বিল্ডিং। ঢাকা ঠিক মাঝখানে পুরান ঢাকার অদূরে এটি অবস্থিত। মুঘল রাজাদের আমলে স্থাপন করা এই বিল্ডিংটি। আসলে এই স্থাপনাটা নিয়ে আমার অত বেশি ইতিহাস জানা নেই, তাই খুব বেশি এর ইতিহাস নিয়ে বলতে পারলাম না। যাইহোক আমার হাসান মঞ্জিল এ যাওয়ার স্মৃতি কিছুটা আমি লিখতে পারি।

20230805_132722.jpg

আসলে আহসান মঞ্জিলে যেদিন গিয়েছিলাম সেদিন উদ্দেশ্য কিন্তু আহসান মঞ্জিলে যাওয়া ছিল না। একটা কাজের জন্য কিছু ফেব্রিক কালেকশন এর জন্য আমি গিয়েছিলাম ইসলামপুর। তারপর ফেব্রিক কালেক্ট করতে করতে ইসলামপুরের খুব কাছেই সদরঘাটের কাছে চলে গেলাম। আমার সাথে ছিল আমার একটা বন্ধু। ও ইসলামপুরের আশেপাশে মোটামুটি সব কিছুই খুব ভালোভাবে চিনে, আমি কি অত বেশি চিনি না। তো সে আমাকে হঠাৎ করে বলল যে চলো বন্ধু সামনে ওই দিকে আহসান মঞ্জিল আছে একটু ঘুরে আসি। আমিও এর আগে আহসান মঞ্জিলের নাম বেশ কয়েকবার শুনেছি কিন্তু সামনে থেকে কখনো দেখিনি বা ঘুরতেও যায়নি। এজন্য আমি ওর কথা শুনে সামনের দিকে যাওয়ার আগ্রহ প্রকাশ করলাম। তারপর গিয়ে চোখের সামনে এত বড় একটা স্থাপনা দেখে খুব ভালো লাগলো। সত্যিই ওই সময়ের এত পুরনো দিনে এত সুন্দর করে তৈরি করা এত বড় একটা বিল্ডিং, চোখ জুড়িয়ে যাওয়ার মত।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনআহসান মঞ্জিল, ঢাকা , বাংলাদেশ

সত্যি কথা বলতে আগের মানুষের মধ্যে যে ধরনের রুচিশীলতা ছিল এখনকার মানুষের মধ্যে অত বেশি নেই। এখন মানুষ অনেকটাই কমার্শিয়াল হয়ে গেছে। যাইহোক সেদিন সময় অল্প ছিল তাই খুব বেশি ভেতরে গিয়ে ঘুরতে পারিনি, বাইরে থেকে মোটামুটি যা দেখা যায় দেখে ঘুরেফিরে চলে আসলাম। এবং গেটের সামনে থেকে একটা সুন্দর ছবি নিলাম। এই ছিল মোটামুটি আমার আহসান মঞ্জিল এ যাওয়ার স্মৃতি।


Sajeeb

Comments

Sort byBest