যখনই তোমায় মনে করি।
মনে করতে চায় না
মনে করিয়ে দেওয়া হয়।
মনে হয় তোমার স্মৃতিগুলো
যা হয়েছে পথের ধুলো।
মনে পড়ে যায় সেই দিনগুলো
একসাথে হাতে হাত ধরে চলার অনুভূতি।
নিজেকে সান্ত্বনা দেই
মনে আনতে চায় না দ্বিতীয়বার।
তবুও তোমাকে নিয়ে আসে
তোমারি প্রতিনিধিত্ব একজন।
যার তরে শুপেছি আমার ছোট্ট মন
তুমি তো আপন হলে না, সেই আপন।
ক্ষণিকের ভালোলাগা ভালোবাসা এনে
দুরবিসহ যন্ত্রণা রেখে গেছো জীবনে।
যখন আমি একা থাকি
আমার জীবন নিয়ে ভাবি।
নিজের প্রতি ভালোবাসা নেই
নেই কোন চাওয়া পাওয়ার দাবি।
নিষ্পাপ মন নিয়ে বেড়ে উঠেছিলাম যখন
কত মধুর স্বপ্ন দেখতাম তখন।
এসেছিলে জীবনের স্বপ্ন করতে পূরণ
আমিও ভেবেছিলাম পেয়েছি আপনজন।
তুমি যেন সব ধুলিস্যাৎ করে গেছো
ভেঙে দিয়ে হৃদয় মন্দির।
তাইতো আজ আমার এমন পরিণতি
ভালোলাগার সবকিছু হয়ে গেছে ক্ষতি।
নিজের মনটাকে রেখেছি বন্দি কারাগারে
বের হয়েও যেন বের হতে পারে না।
মন পাখি যখন মুক্ত আকাশে পাখা মেলে
অপ্রত্যাশিত টেনশন যেন আবারও খাঁচায় পোরে।
আর এভাবেই যেন যাচ্ছে আমার দিন
কবে হয়তো শুনবে আমি হয়ে গেছি বিলীন।
সমা প্ত |
---|