New to Nutbox?

লাইফস্টাইল: রাতের এই মুহূর্তে পুকুর পাহারার অনুভূতি

9 comments

sumon09
71
22 days agoSteemit3 min read


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। এখন শেয়ার করতে চলেছি এই মুহূর্তে পুকুর পাহারা অনুভূতি।

IMG_20240421_232648_067.jpg


ফটোগ্রাফি সমূহ:



যেন আকাশের চাঁদকে সাক্ষী রেখে পুকুরের দিকে রওনা দিলাম কিছুক্ষণ আগে। দিনে প্রচন্ড গরম রাতে বেশ সুন্দর ঠান্ডা আবহাওয়া আকাশে উঠেছে চাঁদ অর্থাৎ চাঁদনী রাত। আর এমনও রাতে ঘরের পরে না থেকে বাইরের পরিবেশে বেড়াতে বেশ ভালো লাগে আমার। তবে পুকুর পাহারার সুবাদে উপস্থিত হতে হয় দূর মাঠের দিকে। যেন নীরব নিস্তব্ধ বাঁশ বাগানের নিচ দিয়ে চুপিচুপি আধার পেরিয়ে মাঠের দিকে অগ্রসর হওয়া। হয়তো গাছের ডাল থেকে পাখিরা আমাকে দেখে ফেলে একটু শব্দ করে উঠলো। আরো শব্দ করে উঠল দূর থেকে বেশ কয়েকটা কুকুর। আমি তাদের চোখ পানে লাইট মেরে সতর্ক করে দিলাম তারা থেমে গেল।


IMG_20240421_230756_413.jpg

IMG_20240421_233001_716.jpg



বেশ কিছুক্ষণ পর উপস্থিত হয়ে গেলাম পুকুর পাড়ের দিকে। প্রচন্ড রোদ গরমের জন্য পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে তাই রাতে পুকুরে মোটর চালিয়ে পানি দেওয়ার কার্যক্রম চলছে এখন। যে কোন মুহূর্তে লোডশেডিং হয়ে মোটর থেকে পানি নেমে যায়। ঠিক তেমনি কিছুক্ষণ আগে একই সমস্যার সম্মুখীন হলাম। ধাপা সিস্টেম থাকাই কারেন্ট আসার পরে আবারো পানি ওঠার কথা কিন্তু কোন সমস্যার কারণে পানি বন্ধ হয়ে ছিল। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ সম্পন্ন করে পানি ওঠার ব্যবস্থা করে দিলাম। পুকুরের পানি এতটাই কমে গেছে জেনো পুকুরের মধ্যে প্রটেকশন দেওয়া ডালপালা বের হয়ে গেছে।


IMG_20240421_232246_592.jpg

IMG_20240421_232301_223.jpg

IMG_20240421_232229_874.jpg

IMG_20240421_232438_323.jpg



এদিকে পুকুরের পাশে থাকা ধানক্ষেতের দৃশ্য যেন চোখে পড়ল। বেশ কয়েকটা ফটো ধারণ করে ফেললাম। আর অল্প কিছুদিন পরেই হয়তো ধানগুলো পেকে যাবে। এরপর সোনালী ফসল কৃষকের ঘরে উঠবে।


IMG_20240421_232317_745.jpg

IMG_20240421_232329_329.jpg

IMG_20240421_232331_251.jpg

IMG_20240421_232333_023.jpg

IMG_20240421_232337_358.jpg



আমার মোবাইলের টর্চ জালানো দেখে ছুটে আসলো মাঠ থেকে একটি ছোট্ট ব্যাঙের বাচ্চা। মোবাইলের আলোয় দূর থেকে কয়েকটা পোকা এগিয়ে এসেছে, আর সে পোকা খাওয়ার আশায় ব্যাংটি এসেছে।


IMG_20240421_232355_505.jpg

IMG_20240421_232405_755.jpg

IMG_20240421_232407_858.jpg



পুকুর পাড়ে বেশ কয়েকটি শিশু গাছ হয়েছিল। গাছগুলো নষ্ট করিনি এমন প্রচন্ড রোদ গরমের দিনে ছায়া পাবার আশায়। তবে দিন দিন লক্ষ্য করা যাচ্ছে গাছের পাতাগুলো যেন উধাও হয়ে যাচ্ছে। তবে এ রাতে এসে লক্ষ্য করে দেখি গাছ ভর্তি ছোট ছোট পোকা। তারা তাদের মনের আনন্দে গাছ থেকে পাতা খেয়ে চলছে।


IMG_20240421_232539_534.jpg

IMG_20240421_232559_644.jpg

IMG_20240421_232612_975.jpg

IMG_20240421_232715_469.jpg



এরপর কিছুটা সময় ধরে আমার তিনটা সবজি বাগানের মধ্যে প্রবেশ করলাম এবং দেখে আসলাম গাছগুলো। বাগানে তেমন সবজি নেই বললেই চলে। কয়েকটা ভুট্টা গাছ রয়েছে, ভুট্টা গুলো পেকে গেছে।


IMG_20240421_232729_631.jpg

IMG_20240421_232859_870.jpg

IMG_20240421_232756_607.jpg



পুকুর পাড়ে রয়েছে বেশ কয়েকটা আকন্দ ফুল গাছ। আকন্দ ফুল বেশ ভালো লাগে দেখতে। অন্যান্য ফুল আমার মোবাইলের ক্যামেরায় ভালোভাবে ধারণ না হলেও এই ফুলটা খুব চমৎকার দেখায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম পুকুরে। এরপর কিছুটা সময়ের জন্য বাসায় আসলাম ব্লগ শেয়ার করলাম, এইতো আবারো বের হব পুকুরের দিকে।


IMG_20240421_233214_431.jpg

IMG_20240421_233217_600.jpg

IMG_20240421_233227_256.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়লাইফ স্টাইল
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Comments

Sort byBest