বউয়ের হাত ধরে শশুরের এলাকা ভ্রমণ

sumon09 -


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। টাইটেল পড়ে আনন্দ পেয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এক বিকেল মুহূর্তের শ্বশুরের এলাকা ভ্রমণ নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আশা করবো আমার এই ভ্রমণ জাতীয় পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।

Photography device: Infinix hot 11s
লোকেশন




ফটোগ্রাফি সমূহ:


আমরা বাঙালি। আর বাঙালিরা গ্রামকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমরা ঘোরাঘুরি করতে যেমন পছন্দ করি ঠিক তেমনি গ্রামীণ পরিবেশের মধ্যে চলতে বেশি ভালোবাসি। আর সেটা যদি হয় কোন অচেনা গ্রাম। তাহলে আরো বেশি ভালো লাগা মনের মধ্যে কাজ করে। তবে অনেক সময় আমারও চেষ্টা করে থাকি গ্রামীন পরিবেশের মধ্য থেকে কিছুটা থাকার পরিবেশে ঘোরাঘুরি করতে। ঠিক তেমনি কিছুদিন আগে আমি শশুরের এলাকার কিছুটা ফাঁকা পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। যেখানে গ্রামীণ পরিবেশের ঘরবাড়ি অতিক্রম করে খোলামেলা ফসলের মাঠ আর সবুজে ঘেরা ফসলের মাঠ। সেখানে রয়েছে কৃষকের কৃষি জমি রাস্তার পাশে বিভিন্ন রকমের গাছ। পড়ন্ত বিকেলের সূর্যটা যেন বারবার চোখে এসে আলো দিতে থাকলো। তারি মধ্য দিয়ে লক্ষ্য করে দেখলাম বিভিন্ন গাছের বেশ বড় বড় ছায়া। আর এই সমস্ত অচেনা জায়গার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম।

Photography device: Infinix hot 11s
লোকেশন


অচেনা কোন গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতে যেতে ভালো লাগে, যদি থাকে পাশে কোন প্রিয় মানুষ অথবা নিজের মোটরসাইকেল। ঠিক তেমনি দুইটাই ছিল আমার পাশে। যার জন্য ভালোলাগাটা একটু বেশি মনের মধ্যে জাগ্রত ছিল। তাই ছুটে চলেছিলাম অচেনা রাস্তা ধরে ফসলের মাঠ দেখতে দেখতে। যেখানে লক্ষ্য করে দেখলাম একদিকে পাকা ধান আর একদিকে শীতকালীন বিভিন্ন ফসল ফলানোর জন্য কৃষকেরা তাদের কৃষি জমি কে নতুন করে প্রস্তুত করছেন। তবে বেশি আশ্রয় চলে গেছিল সেই জায়গাতে দেখেছিলাম অনেক বক পাখি পোকা খাওয়ার উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছে।

Photography device: Infinix hot 11s
লোকেশন


যেদিকেই যাই যেখানেই যায় না কেন বারবার যেন বক পাখিগুলো চোখে বাদতে থাকলো। এছাড়াও উত্তর দিগন্তে লক্ষ্য করে দেখলাম কয়েকজন রাখালের গরু এবং ছাগল চড়াই করছেন মাঠের মাঝখানে। এমন গ্রামীন পরিবেশ যেন বারবার মুগ্ধ করতে থাকলো আমাদের। আর আমি দুই নয়ন ভরে বারবার দেখতে থাকলাম এই সুন্দর দৃশ্যগুলো। আর এভাবেই ফটো ধারণ করতে করতে কখন যেন একটি পেঁপে গাছের নিকটে উপস্থিত হয়ে পড়েছিলাম তা স্মরণ করতে পারি নাই। ফিরতে পথে হঠাৎ লক্ষ্য করে দেখলাম পেঁপে গাছের সৌন্দর্য।

Photography device: Infinix hot 11s
লোকেশন


এরপর উঠে আসলাম রাস্তার উপর আবারো কিছুটা পথ এগিয়ে গেলাম নতুন কোন স্থানের সন্ধানে এবং ভালোলাগার ফটো ধারণ করতে। লক্ষ্য করে দেখলাম তিন রাস্তার মাঝখানে রয়েছে একটি বটগাছ। না জানি কত দিনের কতকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছ। একই স্থানে দাঁড়িয়ে স্বচক্ষে কত কিছুই দেখেছে। রাস্তার এপারে ওপারে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম তুই পাশ দিয়ে বয়ে গেছে কাঁচা রাস্তা। এক কথায় আমরা যাকে বলে থাকি মেঠো পথ। অনেকদিন পর মেঠো পথে প্রিয়জনের হাত ধরে হাঁটার চেষ্টা করলাম কিছুটা সময়। আর এভাবেই যেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে থাকলো। আর আমাদের এই চলাচল যেন দেখে সাক্ষী হয়ে থাকলো সারিবদ্ধ কয়েকটা মেহগনি গাছ।

Photography device: Infinix hot 11s
লোকেশন


আমরা দুজন এগিয়ে গেলাম মেঠো রাস্তার দিকে। অনেকদিন পরে এমন গ্রামীন রাস্তায় হাটাহাটি করতে বেশ ভালো লেগেছিল। তবে সময় স্বল্পতা আর চারিপাশে বন জঙ্গল যার জন্য বেশিটা সময় সেখানে থাকা হলো না। তবুও চেষ্টা করলাম কিছুটা সময়ের জন্য অচেনা স্থানে অবস্থান করার। আর এভাবেই পড়ন্ত এক বিকেলে মোটরসাইকেল ভ্রমণ করেছিলাম আমরা। যেখানে গ্রামীণ পরিবেশের সৌন্দর্য খুঁজে পেয়েছিলাম পশুপাখি মানুষ বন জঙ্গল ফসলের মাঠ সবকিছুর মধ্যে। আর এমন পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। তাই আবারো ফিরে আসবো এমন সুন্দর ব্লগ নিয়ে।

Photography device: Infinix hot 11s
লোকেশন


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।



গুরুত্বপূর্ণ তথ্য


ভ্রমণ বিষয়কতথ্য
বিষয়শশুরের এলাকা ভ্রমণ
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ফটোগ্রাফার@sumon09
লোকেশনআলমডাঙ্গা, চুয়াডাঙ্গা


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।