New to Nutbox?

স্বরচিত কবিতা - " দেইনি তো ফাঁকি "

1 comment

steem-poem
65
14 days agoSteemit2 min read
আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।

কবিতার নামঃ দেইনি তো ফাঁকি

IMG-20240316-WA0000.jpg


ভালোবাসায় আমি দেইনি তো ফাঁকি,
করিনি তো ভুল! তবো কেনো এ প্রস্থান?
ভালোবাসায় আমি ঠকাইনি তো,
তবুও কেনো ছেড়ে চলে যাওয়ার আহবান!

ভালোবাসি আমি,এক প্রিয় সত্য,
কাছে টানি নি এ আমার মাহাত্ম্য।
বারে বারে উপলব্ধি মোর,
ভালোবাসি আমি,হারানোর ভয়।

আমার কালিমা ময় জীবন,
তোমার আলো করা আজীবন।
তবুও হাতে হাত রাখি,
হাঁটি দূর পথ, পাড়ি দেবো আঁখিতে আঁখি।


মূলভাব

আজকের কবিতায় আপনারা যা খুঁজে পাবেন তা হলো ভালোবাসা ও ভরসা করার এক অদ্ভুত অনুভূতি। মানুষ সবসময় এমন এক মানুষকে ভরসা করতে চায়।যার কাছে গিয়ে সে সবচেয়ে নিরাপদ থাকবে।যার কাছে গিয়ে সে নিজেকে আলোকিত করতে পারবে।যার সাথে নির্দ্ধিধায় পাড়ি দিতে পারবে হাজার ও পথ।যার সাথে থাকলে কাজ করবে না কোনো ভয়,সমস্যা,দুশ্চিন্তা। অর্থাৎ এ হলো খাঁটি প্রেম।যে প্রেম হলো নিখাঁদ। এসব নিয়েই এ কবিতা।

Comments

Sort byBest