কুসংস্কার

steem-poem -

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।




লিংক


আসলে বহু কাল থেকে বহু কুসংস্কার এখনো পৃথিবীতে চলে আসছে। আর পৃথিবীর উন্নতির শিখরে পৌঁছানোর প্রথম বাঁধা হলো এই কুসংস্কার। আসলে কুসংস্কারের জন্য মানুষ এখনো সেই প্রাচীনকালের মন মানসিকতা নিয়ে দিন যাপন করছে। আমাদের সমাজে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই সব সময়। এসব মানুষদের মধ্যে প্রায় ৭০ ভাগ লোক বিভিন্ন কুসংস্কার বিশ্বাস করে। আসলে এই কুসংস্কার যে কত বড় ক্ষতিকর সমাজের জন্য তাই এখনো মানুষ সঠিকভাবে বুঝতে পারে না। আসলে কুসংস্কারকে যদি এই সমাজ থেকে এখনো দূর করা না যায় তাহলে হয়তোবা সমাজ এখনো অনেক পিছনে পড়ে থাকবে। এছাড়াও এই কুসংস্কার দূর করার জন্য সর্বপ্রথম সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে।

আসলে শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। একজন শিক্ষিত ব্যক্তি এই কুসংস্কারের কুফল সম্পর্কে জানতে পারে। আসলে কুসংস্কারের এই কুফল সম্পর্কে যখন একজন ব্যক্তি জানতে পারবে তখন সে আর এই কুসংস্কারকে বিশ্বাস করতে পারবে না। এছাড়াও মানুষ যদি এই কুসংস্কারকে আর বিশ্বাস না করে তাহলে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আসলে এই শিক্ষা গ্রহণকে বাধ্যতামূলক সর্বস্তরের লোকের জন্য করতে হবে এবং একই সাথে শিক্ষাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে হবে। কারণ তখন একটি শিক্ষিত সমাজ আমাদের মাঝে চলে আসবে তখন আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো।


কুসংস্কার


কুসংস্কারে পৃথিবী ভরে গেছে,

শিক্ষার অভাব আছে এখনো।

কুসংস্কারের থেকে বের হয়ে,

কর্তব্য সুন্দর পৃথিবী সাজানো।


কুসংস্কারকে যারা বিশ্বাস করে,

তারা এই পৃথিবীর ক্ষতি করে।

শিক্ষার আলো না পেয়ে তারা,

সমাজকে দিন দিন ধ্বংস করে।


সুষ্ঠু শিক্ষা জীবনে পেতে যদি,

কোন কুসংস্কারকে বিশ্বাস করত না।

সুন্দর এক পৃথিবী হতো,

কোন অপকর্ম আর হতো না।


সুন্দর এক পৃথিবী গড়তে হলে,

কুসংস্কার কে ভুলে যেতে হবে।

সুষ্ঠু শিক্ষার গ্রহণ করে,

নতুন এক সমাজ সাজাতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।