New to Nutbox?

ভালোবাসার অভিনয়

2 comments

steem-articles
76
15 days agoSteemit3 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


tic-tac-toe-1777859_1280.jpg



লিংক


প্রিয় মানুষটি যখন আমাদের কষ্ট দিয়ে দূরে চলে যায় তখন সেই কষ্টের আর কোন সীমা থাকেনা। আসলে আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি মন দিয়ে তখন তার স্মৃতিগুলো আমরা সবসময় আমাদের মনের ভিতর রেখে দিই। তাদের ভালোবাসার কথা আমরা কখনো ভুলতে পারিনা। যদিও তারা আমাদের কখনো প্রকৃত ভালোবাসিনি। কিন্তু আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। আসলে পৃথিবীতে এমন এমন অনেক মানুষ রয়েছে যারা ভালোবেসে সেই ভালোবাসায় কষ্ট পেয়েছে। আসলে যারা ভালবেসে কষ্ট পায় তাদের কষ্ট কেউ কখনো বুঝতে চেষ্টা করে না। এই পৃথিবীতে বর্তমান সময়ে ভালোবাসার কোন মূল্য নেই। এখন ভালোবাসা অনেকটা খেলনার মত। যখন যে পারে এই ভালোবাসা নিয়ে খেলা করে এবং খেলা শেষ হয়ে গেলে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়।


আসলে ভালোবাসা নিয়ে কখনো কারো মন ভাঙতে নেই। একজন মানুষ যখন কাউকে মন দিয়ে ভালোবেসে ফেলে তখন সেই মানুষটিকে সে কখনো কষ্ট দিতে চেষ্টা করে না। এছাড়াও সে কখনো আশা করে না যে সে ভালোবাসার মানুষটি তাকে কোনদিনও কষ্ট দেবে। এই পৃথিবীতে যারা প্রকৃত ভালোবাসা একবার পেয়ে যায় তারা কখনো কষ্টে থাকে না। আসলে ভালোবাসা কিন্তু এমনই হওয়া উচিত। কিন্তু এই ভালোবাসার জন্য যারা জীবন দিয়ে দেয় তাদের দেখে আমাদের অনেক কিছু শেখার উচিত। আসলে আগেরকার মানুষ ভালোবাসাকে সব সময় পবিত্র একটা সম্পর্ক বলে মনে করত। এই পবিত্র সম্পর্ককে তখনকার মানুষ সবাই শ্রদ্ধা এবং সম্মান করতো। কিন্তু বর্তমান সমাজের ভালবাসার কোন সম্মান নেই।


আসলে কিছু কিছু খারাপ মানুষদের জন্য ভালোবাসা এখন এত নিচে নেমে গেছে। আসলে প্রিয় মানুষটি যখন আমাদের সাথে ছলনা করে আমাদের আঘাত দিয়ে দূরে চলে যায় তখন সেই প্রিয় মানুষটির যে কি অবস্থা হয় তা একমাত্র সেই মানুষটি বুঝতে পারে। আসলে এভাবে আমার মনে হয় যে ভালোবেসে কাউকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। কেননা ভালোবাসা হল একটা মধুর সম্পর্ক। যে সম্পর্কে মাধ্যমে মানুষ মানুষের সাহায্যে এসে এবং সেই মানুষটির পাশে সারা জীবন থেকে যেতেও কোন দ্বিধাবোধ করে না। আর এই জন্য পৃথিবীর সব থেকে বড় শক্তি হলো ভালোবাসা। কেননা এই ভালোবাসার দ্বারা পৃথিবীর যে কোন কিছু জয় করা সম্ভব। তাইতো আমাদের সবার উচিত ভালোবাসাকে সম্মান করা এবং ভালোবাসার মানুষটিকে কখনো কষ্ট না দেওয়া।


ভালোবাসার অভিনয়


যত দূরে সরে যাও প্রিয়,

ভুলবো না আমি তোমায় কখনো।

তোমাকে মন দিয়ে ভালোবেসে ছিলাম,

সবকিছু যেন এলোমেলো হয়ে গেল।


ভালোবাসার মায়ায় বাঁধলে আমায়,

তাহলে কেন ছেড়ে গেলে।

তোমার স্মৃতিগুলো ভুলতে পারিনা,

কাঁদায় আমায় এই অবেলায়।


সব কি তাহলে ছলনা ছিল,

কখনো একটুও ভালবাসনি আমায়।

আমার মনেতে কষ্ট দিয়ে তুমি,

কখনো সুখ পাবেনা হেথায়।


তবুও আমার কোন অভিযোগ নেই,

সুখে থাকো তুমি সারা জীবন।

তুমি আমায় ভুলে গেলেও,

ভুলবো না আমি কখনো তোমায়।


যেখানে থাকো প্রিয় সুখে থেকো,

সৃষ্টিকর্তার কাছে আমার এই মিনতি।

যদি কখনো ফিরে আসতে চাও আবার,

তোমার জন্য আমি অপেক্ষায় আছি।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest