আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
made by canva
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা যতো সময় পার করছি। আমাদের এই সমাজে এই পৃথিবীতে ততোই আমরা একটা সভ্য জাতি, একটা সভ্য নগরী আশা করছি। কারণ আমাদের মতে কিংবা ইতিহাস মতে। আমাদের পূর্বপুরুষেরা ছিলো অসভ্য জাতি। তারা কোনো আইন শৃঙ্খলা মানতো না, তারা কোনো নিয়ম-কানুন মানতো না, তারা কোনো কিছুই মানতো না। তারা শুধু মানতো যে কিভাবে মেরে ধরে খেতে হবে। শুধুমাত্র খাবারের মাধ্যমে কি করে বেঁচে থাকতে হবে সেসব।
এবং এরপর থেকে সভ্য জাতি তৈরি হওয়া শুরু হয়েছে। অর্থাৎ যেটা আমরা মানি। কিন্তু যদিও খুব একটা সত্য বলে অন্তত আমার মনে হয় না। অর্থাৎ শুধুমাত্র কাপড় পরলেই যে আমরা সভ্য হয়ে যাবো, এমনটা তো নয়। কিংবা আমরা উঁচু উঁচু দালান কোঠাতে থাকলেই যে আমরা সভ্য জাতি হয়ে যাবো, তেমনটাও নিশ্চয় নয়।
আমি যদি আমার চারপাশের বর্তমান পরিস্থিতির কথা, পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনীর কথা ধরে যদি বলি। তাহলে বর্তমানে আমার কাছে মনে হয় যে, আমরা পুরোপুরি ভাবেই একটা অসভ্য নগরীতে বাস করছি। আমরা পুরোপুরি ভাবে একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছি। কারণ আমাদের এখন আর আমাদের আশেপাশের মানুষদের কষ্টে কষ্ট লাগে না। আমরা এখন সব সময় চিন্তা করি যে, কি করে অন্যের ক্ষতি করতে হবে। কি করে অন্যকে খারাপ রাস্তায় পরিচালনা করে নিজে সুবিধা নিতে পারবো এসব। অনেকটা বলা চলে আমরা সভ্য হতে গিয়ে অসভ্য হয়ে যাচ্ছি। কারণ সভ্যতা মানেই হলো ভদ্রতা, নম্রতা, ভালো মানসিকতা। যার অভাব এখন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। এই অভাবটি মূলত হয়েছে আমাদের লোভের কারণে। অর্থাৎ আমরা কেউ কাউকে ছাড় দিতে রাজি নই। আমরা কেউ কাউকে একটু সুযোগ দিতেও রাজি নই।অর্থাৎ আমাদের যে পারস্পরিক ভালোবাসা। সেটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা ভুলতে বসেছি এবং ওই ভালোবাসাটার কমতির কারণেই কিন্তু এই ঘৃণা, হিংসা, আহাজারি এই সবকিছু জায়গা করে নিয়েছে।