দেশাত্মবোধক গান কভার || একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার।

sshifa -

💗 হ্যালো বন্ধুরা 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ মহান স্বাধীনতা দিবস এই দিনটি ঘিরে সারা বাংলাদেশে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্বাধীনতা দিবস পালন করা হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। তাই এই দিনটি আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন।

তাই আজকে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের মাঝে আমার পছন্দের একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হলাম। আপনারা জানেন গান গাইতে আমার অনেক ভালো লাগে। তাই আজকে আমি আবারো আমার খুব পছন্দের একটি দেশাত্মবোধক গান গেয়েছি গানটির নাম হচ্ছে "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার " এই দেশাত্মবোধক গানটি আমার খুবই ভালো লাগে তাই আমি এই গানটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

এই গানটি গেয়েছেন বিখ্যাত কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের কন্ঠে এই গানটা শুনতে খুবই ভালো লাগে। এই গানটি একটা সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল। এই গানের কথাগুলো খুবই সুন্দর আমাদের দেশকে নিয়ে লেখা হয়েছে তাই এই গানটি আমার খুবই ভালো লাগে। তাই আমি প্রায় সময়ই গানটি শুনি। জানি ওনার মত হবে না। তারপরও চেষ্টা করেছি পুরো গানটি কভার করার। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভুল মানুষ মাত্রই হয় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


গানটির কিছু তথ্য

গান : একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার......
শিল্পী : সাবিনা ইয়াসমিন
গীতিকার : নজরুল ইসলাম বাবু
সুরকার : অজিত রায়
পরিবেশনায় : @sshifa


আমার গানের ভিডিও


Loading iframe


< গানের লিরিক্স >

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রের সজীবতা
তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রের সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দ্বীপ্ত অঙ্গীকার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে
দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা
তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে
দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

===============

উৎস


সব শেষে আবারো বলতে চাই যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের মন্তব্যের আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে : @sshifa

💞 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।💞


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুজন সন্তান আছে, বাংলাকে ভালবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।