রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১৫

snap.shot -

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আপনাদের সাথে গতকাল বিকেলে ছাদ থেকে তোলা আরো কয়েকটা ছবি শেয়ার করবো। বিকালবেলার চমৎকার আবহাওয়ায় ছাদে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। সেই সাথে প্রকৃতিরও সুন্দর একটা রূপ দেখা যায়। তাহলে চলুন দেখে নেই আজকের ছবিগুলো।

ছাদে হাঁটতে গিয়ে হঠাৎ করে চোখ চলে গেলো পাশের বাড়ির ছাদের দিকে। সেখানে দেখতে পেলাম অনেকগুলো কবুতর চিলেকোঠার কার্নিশে বসে রয়েছে। দেখে মনে হোলো একটি ছবি তুলে নেই। তখন এই ছবিটি তুলেছিলাম।

আমার ছাদ থেকে সামনের দিকে তাকালে সুন্দর একটা সবুজ পরিবেশ দেখা যায়। ছবিটি দেখে আপনাদের মনে হবে ওই দিকটাতে শুধু গাছ আর গাছ। আসলে কিন্তু ব্যাপারটা তেমন নয়। কিছু গাছ রয়েছে কিন্তু সেটা এতোটা ঘন নয় যতটা ছবিতে দেখা যাচ্ছে।

এখন আপনারা ছবিতে আমার ছাদ বাগানের লেবু গাছ দেখতে পাচ্ছেন। লেবু গাছটার একটা সমস্যা হচ্ছে এখানে ফুল এসে ঝরে পড়ে যায়। ফল আর হয় না। চিন্তা করেছি কোন একটা সার প্রয়োগ করে দেখতে হবে সমস্যাটা ঠিক হয় কিনা।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ