New to Nutbox?

কেন বাচ্চারা টিকার পর অসুস্থ হচ্ছে?

9 comments

shyamshundor
70
3 days agoSteemit3 min read
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য

IMG_20241102_213859.jpg
সোর্স

আমার গত পোস্ট ছিল HPV টিকা নিয়ে একটি ভুল ধারনা নিয়ে। তারপরেও অনেকেই কনফিউজড, আর বিভিন্ন সংবাদ পত্রে আসতেছে বাচ্চারা কেন অসুস্থ হচ্ছে। আপনারা অনেকেই পেপার পড়ে বিষয়টা জেনেছেন,আর আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা।তাই ভাবলাম বিষয়টা ক্লিয়ার করা দরকার।

আপনারা অনেকেই "হিস্টিরিয়া" এর নাম শুনেছেন।শোনেন নি? আচ্ছা চিন্তার কিছু নেই আমি শোনাচ্ছি। হিস্টিরিয়া এক ধরনের মানসিক রোগ,যখন কেউ কোন কিছুতে ভয় পেয়ে বা শক পেয়ে অদ্ভুত আচরণ কর‍তে থাকে যেমন:হাত পা ঠান্ডা হয়ে আসা,কাপুনি, খিচুনি,মাথাঘোড়া,বমি বমি ভাব।এই হিস্টিরিয়ার ই একটা ধরন "মাস হিস্টিরিয়া"।

আমরা টিকা দিতে গিয়ে এই সমস্যার মুখোমুখি হয়েছি দুইবার। তবে সেই স্কুলের টিচার রা এবং অন্যান্য শীক্ষার্থীরা অনেক হেল্পফুল ছিল তাই বেশি দূর অগ্রসর হয়নি ঘটনা। পুরো ঘটনা বলি।দুইটা ঘটনার প্রেক্ষাপট ভিন্ন।তাই দুইটি ঘটনাই বলব।

আমরা টিকা দিচ্ছিলাম নবম শ্রেণীর শিক্ষার্থীকে। এক মেয়ে টিকা দিতে আসার আগে থেকেই প্রবল কান্নাকাটি করছিল,আমাদের উপর নির্দেশনা ছিল এমন সিচুয়েশনে টিকা না দিতে,তাই আমরা টিকা দিলাম না। একটু পর মেয়েটিকে তার ম্যাডামরা বুঝিয়ে নিয়ে আসল।কিন্তু সুই ফোটানো মাত্রই মেয়েটি আবার প্রচন্ড কান্নাকাটি,চিৎকার শুরু। এখন সুই ফোটানোর পর পুস না করে বের করা টা বৃথা। তাই টিকা দেওয়া হল।এই মেয়ের চিল্লাচিল্লি দেখে কয়েকজন ভয়ে কান্না আর চিৎকার।

IMG_20241102_213922.jpg
সোর্স

এই যে ঘটনা খেয়াল করুন,বাকি যারা চিৎকার করছে এরা কিন্তু না বুঝেই চিৎকার করছে। এটাই হিস্টিরিয়া। টিকা দেওয়ার পর এই মেয়েটাই অসুস্থ হয়ে পড়ে।লক্ষণ হাত পা ঠান্ডা হয়ে যাওয়া,আর মাথা ঘোরা। হিস্টিরিয়ার লক্ষণ,তখন ম্যাডাম রা মিলে তাকে বাতাস দেওয়া শুরু করল আর হাতপা ডলে গরম করার চেষ্টা করে। কিছুক্ষণ এর মাঝেই মেয়েটি সুস্থ হয়ে ওঠে। আমরাও কিছুক্ষণ টিকা দেওয়া অফ রাখি,যাতে বাকি যারা কান্নাকাটি করছিল তারা বুঝতে পারে ভয় পেলেই সমস্যা হবে।যদি এটা না করে আমরা ঐ অবস্থাতেই টিকা দিতাম তাইলে এই সমস্যা বেড়েই চলত। অধিকাংশ সময়ে এই ঘটনাই ঘটে।

আর দ্বিতীয় কারন হল পুষ্টিহীনতা। প্রত্যেকটা ঔষধ এর ডোজ এমন ভাবে ঠিক করা থাকে যাতে সবাই নিতে পারে।কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিশুরা যে অপুষ্টিতে ভোগে, ফলে হঠাৎ করে টিকা দিলে শরীরের মানিয়ে নিতে একটু সময় লাগে। ফলে তখন শরীর একটু দুর্বল হয়ে পড়ে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন অসুস্থতার কারন।চিন্তার কোন কারন নেই। এগুলো মাইনর সমস্যা। আর টিকা সুপার এফেক্টিভ।তাই আপনাদের প্রিয়জনদের টিকার বয়স হলে অবশ্যই দিয়ে নিন।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Comments

Sort byBest