শব্দ দূষণ
13 comments
গতরাতে অদ্ভুত রকমের অভিজ্ঞতা হয়েছে , এমনিতেই গতকাল বিজয় দিবস ছিল, যার কারণে চতুর্দিকে আনন্দের ছড়াছড়ি। বিজয়ের আনন্দ যেন আকাশে বাতাসে। লোকে লোকারণ্য প্রতিটি জায়গায়, সবাই নানা রকম রঙিন কাপড় পড়ে যে যার মত করে ঘুরে বেড়াচ্ছিল।
যদিও সবার সকাল শুরুটা হয়েছিল শহীদ বেদিতে ফুল দিয়ে এবং সকল শহীদের এর আত্মত্যাগের কথা স্মরণ করে। তবে বেলা বাড়ার সাথে সাথে বিজয়ের আসল আনন্দে যেন প্রেতাত্মা ছোঁয়া দিয়েছিল।
যদিও আমি শহর অঞ্চলের কথা বলতে পারবো না , তবে গ্রামীণ রাস্তা দিয়ে যখন বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখছিলাম অনেক উঠতি বয়সী তরুণ ছেলেরা ছোট ট্রাক ভাড়া করে তার উপরে সাউন্ড সিস্টেম সেট করে উচ্চ শব্দে অদ্ভুত সব গান বাজিয়ে ঘোরাঘুরি করছিল।গানগুলোর না ছিল তেমন কোনো অর্থ বা তেমন কোন ভাবার্থ।
তাছাড়া কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা তো হঠাৎই মোটরবাইক পেয়ে যেন উন্মাদ হয়ে গিয়েছিল। মোটরবাইকের গতি ছিল একদম বেপরোয়া। শুনেছিলাম পার্শ্ববর্তী এলাকায় নাকি দুটো এক্সিডেন্ট হয়েছিল। কি একটা অবস্থা, মুহূর্তেই বিজয় আনন্দে যেন ভাটা পড়েছিল।
এখানে কে রাখে কার খোঁজ, সবাই ব্যস্ত আপন আনন্দে। বিজয়ের আনন্দে সন্ধ্যার পর থেকেই প্রেতান্মার ভর করা শুরু হয় আরও বেশ সক্রিয়ভাবে। যদিও অনেক জায়গাতেই প্রেতান্মা সেভাবে ভর করতে পারেনি, তবে মফস্বল ও গ্রাম অঞ্চলের দিকের অবস্থা ছিল একদম নাজুক।
পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চলেছে অশ্লীল সব কার্যক্রম। রাতে একদম ঠিক মত ঘুমাতে পারিনি, এমনিতেই উচ্চশব্দ তার সঙ্গে সাউন্ড বক্সের মিউজিকের ধাক্কা যেন বারবার বুকে এসে লাগছিল।
এখানে কে সুস্থ কে অসুস্থ, এসব কোন কিছু দেখার সময় কারো হাতে নেই। সবাই একত্রিত হয়ে চিৎকার-চেঁচামেচি নিয়েই যেন ব্যস্ত তারা। অবশেষে প্রেতাত্মার উচ্ছৃঙ্খল কার্যক্রমের সমাপ্তি ঘটেছিল যেন একদম ভোর রাতের দিকে।
জাতি হিসেবে সত্যিই আমরা বড্ড অদ্ভুত, মুহূর্তে মুহূর্তে রূপ বদলানোর স্বভাব আমাদের থেকেই গেল। এমন শব্দ দূষণযুক্ত অবস্থার যারা সৃষ্টি করেছিল, তাদের সুবুদ্ধির উদয় হোক।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Comments