গতকাল পড়ন্ত বেলায় পার্শ্ববর্তী গ্রামে ঘুরতে গিয়েছিলাম । মূলত সেই গ্রামে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছিল। যেহেতু খুবই সাম্প্রতিক সময়ে ধান কাটা শুরু হয়েছে, তাই ফসলের জমির ফাঁকা মাঠে এই আয়োজন। বিশেষ করে শীতের দিনগুলোতে প্রতিটি গ্রামেই এরকম আয়োজন হয়ে থাকে।
এইতো গত কিছুদিন আগে আমাদের গ্রামেও মাহফিল হয়েছিল, তবে সেদিন নিজের কর্মব্যস্ততা ছিল বিধায় উপস্থিত হতে পারিনি সেখানে। তবে গতকাল যেহেতু ছুটির দিন ছিল তাই বিকেল বেলার দিকে সেখানে গিয়েছিলাম।
মূলত মাহফিল হয় রাত্রিবেলা, তাই বেশি রাত পর্যন্ত বাচ্চাদের নিয়ে সেখানে থাকা একটু কষ্টকর। এজন্য বিকেল বেলায় মাহফিল উপলক্ষে যে মেলা বসেছিল সেই মেলায় আমরা গিয়েছিলাম। আমার সঙ্গে বাবু ও বাবুর আন্টি ছিল ।
গ্রামীণ জীবনটা সত্যিই বেশ অদ্ভুত, এই একদিনের মাহফিল-মেলার আয়োজন কে কেন্দ্র করে সবাই সবার আত্মীয়-স্বজনদের কে দাওয়াত করেছিল। প্রচুর লোকজনের সমাগম হয়েছিল সেখানে, অনেক দর্শনার্থী ও ক্রেতা ছিল।
সময় যত গড়িয়ে যাচ্ছিল লোকজনের আগমন সেখানে আরো বেশি হচ্ছিল। অবশেষে পুরো মেলাটা ঘুরে নিজেদের প্রয়োজনীয় খাবার কেনাকাটা করে, সেখান থেকে বাসায় ফিরে এসেছিলাম।
স্বল্প সময়ের জন্য মেলায় ঘোরাঘুরি হলেও পরিবার নিয়ে দারুণ সময় অতিবাহিত করেছি । আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
জীবন সবার আনন্দময় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR