আমার বাস্তব জীবনের সবথেকে মজার একটা ব্যাপার হচ্ছে, মানুষের সঙ্গে খুব একটা বেশি দিন সম্পর্ক স্থায়ী থাকে না। এ জন্যই কথাটা কে মজার বললাম, কেননা যার সঙ্গেই সম্পর্ক হয় তার সঙ্গেই কোন না কোন সময় দূরত্ব তৈরি হয়ে যায়। বিষয়টাকে আমি ভীষণ স্বাভাবিকভাবে দেখি এবং মেনে নেওয়ার চেষ্টা করি।
হোক সেটা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন কিংবা আত্মীয়-স্বজন সবার সঙ্গেই দূরত্ব লেগেই আছে। কেউবা নিজের থেকেই দূরত্ব তৈরি করে নিয়েছে, কেউবা বাস্তবতার শিকার হয়ে দূরত্ব তৈরি করতে বাধ্য হয়েছে।
এই যে গ্রামে আসার পরে একটা মাত্র লোকের সঙ্গেই প্রতিনিয়ত ঘোরাঘুরি করতাম কিংবা তার সঙ্গে সম্পর্কটাও গড়ে উঠেছিল খুব সুন্দর ও সাবলীল ভাবে। কেননা সে প্রগতিশীল চিন্তার মানুষ ছিল বিধায় হয়তো মানুষটার সঙ্গে সখ্য হয়েছিল বেশ দ্রুতই।
তবে ওই যে, আমার তো বিগত সময়ের ব্যাধি আছে, সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হওয়া। সেই ব্যাধিটা এ সম্পর্কের মাঝেও ঢুকে গিয়েছে। যার ফলাফল, এ সম্পর্কেও দূরত্ব।
অন্যান্য সময়ের সম্পর্কগুলোতে দূরত্ব তৈরি হওয়াতে যে পরিমাণ কষ্ট পেয়েছিলাম, তবে এবার তা সম্পূর্ণ বিপরীত। কেননা এবারের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়াতে বরং মন থেকে আনন্দিত হয়েছি। আমি নিজের থেকেই চাচ্ছিলাম, এবারের সম্পর্কে দূরত্ব তৈরি হোক। দূরত্ব হয়েও গেল।
সমসাময়িক সময়ে দোলন ভাইয়ের নতুন আর একটা জব হয়ে গিয়েছে, যার কারণে গতকাল সে চলে গিয়েছে তার কর্মস্থলে। এটা সত্য, হয়তো এখন আর রোজ প্রতিদিন দেখা হবে না, কথাটাও হবে কালেভদ্রে, তবে তারপরেও কিছু স্মৃতি হয়তো ভিতর থেকে নাড়া দিয়ে যাবে।
জীবিকাই যেখানে মুখ্য বিষয়, সেখানে সম্পর্কে দূরত্ব তৈরি হলেও সেটাকে মানিয়ে নিতে হয় এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আশীর্বাদ করতে হয়।
আপন লক্ষ্যে এগিয়ে যান দোলন ভাই, ভালোবাসা নিরন্তর।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR